Hooghly: হঠাৎ ডুবল অস্থায়ী বাঁশের সেতু! বিপাকে স্থানীয় বাসিন্দারা

Last Updated:

আবারও ফুলে ফেঁপে উঠছে দামোদর। ডিভিসির জল ছাড়ার ফলে ভয়াবহতার রূপ নিয়েছে দামোদর নদ। চারটি অস্থায়ী বাঁশের সেতুকে এরই মধ্যে গ্রাস করেছে এই নদী।

+
title=

#হুগলি : আবারও ফুলে ফেঁপে উঠছে দামোদর। ডিভিসির জল ছাড়ার ফলে ভয়াবহতার রূপ নিয়েছে দামোদর নদ। চারটি অস্থায়ী বাঁশের সেতুকে এরই মধ্যে গ্রাস করেছে এই নদী। ধনিয়াখালি ও পুড়শুড়া ব্লকের বহু মানুষের নিত্যদিনের যাতায়াতের জন্য পারাপার করতে হয় দামোদর নদকে। নদী পারাপারের একমাত্র উপায় হল বাঁশের অস্থায়ী সেতু। ডিভিসি জল ছাড়ার ফলে জলস্তরের বৃদ্ধি ঘটে দামোদর নদের। জলের তোড়ে ভেসে চলে যায় বাঁশের সাঁকোর এক অংশ ফলে বিপাকে পড়েছেন স্থানীয় মানুষরা।
হঠাৎ করেই বাড়ল দামোদর নদের জলস্তর, ভাঙল চারটি বাঁশের সেতু। বিপাকে তারকেশ্বর, ধনিয়াখালী এবং পুরশুরা ব্লকের বহু মানুষ। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে হঠাৎ করেই দামোদর নদের জলের স্তর বাড়তে শুরু করেছে শনিবার রাত থেকে। জলের তোড়ে তারকেশ্বরের জিয়ারা ঘাটে বাঁশের সেতুটি ভেঙে পড়ে।
advertisement
advertisement
অন্যদিকে ধনিয়াখালীর নিশ্চিন্তপুর ঘাট, কালিকাপুর ঘাট এবং কুমরুলের অঞ্চলের ফেরিঘাটে বাঁশের সেতু জলের তোড়ে ভেঙে পড়ে। ফলে অসুবিধায় পড়েছেন তিনটি ব্লকের বহু মানুষ। স্থানীয় মানুষদের দাবি, বাঁশের এই অস্থায়ী সেতুগুলি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কম করে ৪০০ থেকে ৫০০ মানুষ জন।
আরও পড়ুনঃ পথচারীদের মানবিক মুখ চুঁচুড়ায়
সাইকেল, মোটরসাইকেল, ভ্যান সবই যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে। বিশেষ করে যে সমস্ত মানুষজন ছোটো ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের বিশেষ ভাবে এই প্রয়োজনে আসত বাঁশের সাঁকোটি। বিশেষ করে প্রতিদিন সবজি চাষীরা তাদের সবজি নিয়ে যেতেন তিনটি ব্লকের বাজারে। অন্য দিকে অনেক সাধারণ মানুষও এই সেতু ব্যবহার করেন। বাঁশের সেতু ভেঙে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন সকলেই।
advertisement
Rahi Haldar
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: হঠাৎ ডুবল অস্থায়ী বাঁশের সেতু! বিপাকে স্থানীয় বাসিন্দারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement