Hooghly: রোড রোলার চুরি করল বাঁটুল! আসল রহস্য কি? খোলসা করল পুলিশ

Last Updated:

নারায়ন দেবনাথের বাঁটুল দি গ্রেট এর ফ্যান সকলেই। অনেক সময়ই, বাঁটুল মনের মত গাড়ির খোঁজ না পেয়ে, রোড রোলারেই, বাচ্চু আর বিচ্ছু কে দুই পাশে চাপিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ত সে।

#হুগলি : নারায়ন দেবনাথের বাঁটুল দি গ্রেট এর ফ্যান সকলেই। অনেক সময়ই, বাঁটুল মনের মত গাড়ির খোঁজ না পেয়ে, রোড রোলারেই, বাচ্চু আর বিচ্ছু কে দুই পাশে চাপিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ত সে। শুক্রবার সন্ধেবেলা রাস্তা তৈরির রোলার চুরির অভিযোগ পেয়ে, বাঁটুলের সেই ভ্রমণ দৃশ্যই যেন চোখের সামনে ভেসে ওঠে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকদের। সিঙ্গুর থানার বড় বাবু দুই চোখ ছানাবড়া করে অবাক বিস্ময়ে বলেই ফেলেন - এ যে দেখি বাঁটুলের কাণ্ড!! নাহ! এ কীর্তি বাঁটুলের নয়।
তবে কীর্তিমানদের খোঁজে হুগলী গ্রামীণ পুলিশ মাঠে নেমে পড়ে সঙ্গে সঙ্গেই। জেলা জুড়ে শুরু হয় নাকা তল্লাশি। স্থানীয় সূত্রে খবর, সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টারের সংলগ্ন রাস্তার নির্মাণের কাজ চলছিল বেশ কিছুদিন যাবৎ। রাস্তার কাজ শেষ হয়ে গেলে রোডরোলারটি কে ঠিকাদারি সংস্কার লোকেরা রাস্তার ধারেই রেখে যায়। অন্যত্র রাস্তা তৈরি যেখানে হবে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যেই ঘটে বিপত্তি। দিনের আলোতেই আস্ত একটা রোড রোলার লোপাট। ঠিকাদারী সংস্থা থেকে হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
advertisement
আরও পড়ুনঃ পথচারীদের মানবিক মুখ চুঁচুড়ায়
অভিযোগের ভিত্তিতে চুরি হয়ে যাওয়ার রোড রোলার খোঁজ শুরু হয়। পুলিশি সূত্রের খবর, সিঙ্গুর ও গুরাপ থানার তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মেলে রোড রোলারটির। সঙ্গে বাড়তি পাওনা এক বিশালাকায় ষোলো চাকার ট্রাক। যেটির সাহায্যে তোড়জোড় চলছিলো চোরেদের ঠিকানায় রোলারটিকে পৌঁছে দেওয়ার। কিন্তু মাঝপথেই সে ছক বানচাল করে দিয়ে হুগলী গ্রামীণ পুলিশ গ্রেফতার করে চার দুষ্কৃতীকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী
পুরো বিষয়টির শেষেও গ্রামীন পুলিশের আধিকারিকদের মধ্যে খটকা থেকেই যাচ্ছিল। তবে কি সত্যি কারের বাঁটুলই এসে গাড়িটিকে চাগিয়ে ট্রাকের উপর তুলে দিয়েছে? সে প্রশ্নের উত্তর মেলে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরের দল নিয়ে এসেছিল আস্ত একটি ক্রেন, যার সাহায্যেই রোলারটিকে চাপানো হয়, ট্রাকের ওপর। খবর প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত খোঁজ চলছে সেই ক্রেনটিরও। এই বিষয়ে গ্রামীণ পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: রোড রোলার চুরি করল বাঁটুল! আসল রহস্য কি? খোলসা করল পুলিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement