TRENDING:

Hooghly News: সৌর বিদ্যুৎ ব্যবহার করা সত্ত্বেও প্রতি মাসে আসছে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল! মাথায় হাত প্রাথমিক স্কুলের

Last Updated:

প্রতিমাসে যাতে মোটা টাকা বিদ্যুতের বিল দিতে না হয় তাই স্কুলে বসানো হয়েছিল সৌর বিদ্যুতের প্যানেল। সেই সৌর বিদ্যুৎ ব্যবহার করেই চলে স্কুলের ফ্যান, লাইট। তবু প্রতি মাসে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল আসছে স্কুলে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মাসে মাসে বিদ্যুতের মোটা বিল যাতে দিতে না হয় সেই কারণে স্কুলে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছিল। উদ্দেশ্য ছিল সৌর বিদ্যুতের মাধ্যমে স্কুলের ফ্যান, লাইট জ্বলবে। ফলে আর প্রতি মাসে বিদ্যুতের বিল দিতে হবে না। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তবের যে অনেক সময় বিস্তর ফারাক থাকে। এখন দেখা যাচ্ছে স্কুলে সৌর বিদ্যুতের প্যানেল লাগিয়েও মাসে মাসে বিদ্যুতের বিল আসছে। শুধু তাই নয় অতীতে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসত বর্তমানে তার তিনগুণ বিল আসছে বলে অভিযোগ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আরামবাগের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক বিদ্যালয়ে।
advertisement

হুগলি জেলার এই প্রাথমিক বিদ্যালয়টি আরামবাগ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত বকেয়া বিদ্যুৎ বিল না মেটালে যাবতীয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার করা সত্ত্বেও কেন ইলেকট্রিক বিল দিতে হবে সেই বিষয়টাই স্কুল কর্তৃপক্ষ বুঝে উঠতে পারছেন না। ওই স্কুলের প্রধান শিক্ষক জানান, বছর কয়েক আগে স্কুলটিতে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছে। আরামবাগ পুরসভার গ্রিন সিটি প্রকল্পের অধীনে এই কাজ হয়। প্রধান শিক্ষকের দাবি, তিনি সেই সময় সৌর বিদ্যুতের প্যানেল বসাতে খুব একটা ইচ্ছুক ছিলেন না। কিন্তু পুরসভার পক্ষ থেকে জোর করে বলা হয়, এই স্কুলের নাম যেহেতু গ্রিন সিটি প্রকল্পে উঠেছে তাই সৌর বিদ্যুতের প্যানেল বসাতে বাধ্য। সেই সঙ্গে পুরসভার পক্ষ থেকে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সৌর বিদ্যুতের প্যানেল বসালে ভবিষ্যতে আর বিদ্যুৎ বিল দিতে হবে না। কিন্তু বিদ্যুৎ দফতর থেকে প্রতি মাসেই ইলেকট্রিকের বিল আসতে থাকায় কার্যত মাথায় হাত পড়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের।

advertisement

আরও পড়ুন: জেলা ক্রীড়া প্রতিযোগিতার ম্যাসকট বাঘ

এই বিষয়ে ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বলেন, "কোথাও একটা কোন‌ও ভুল বোঝাবুঝি হচ্ছে। সব পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।" সেই সঙ্গে তিনি তৃণমূল পরিচালিত পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, গ্রিন সিটি প্রকল্প নিয়ে দুর্নীতি হয়েছে আর তার ফল ভুগতে হচ্ছে এই প্রাথমিক স্কুলকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সৌর বিদ্যুৎ ব্যবহার করা সত্ত্বেও প্রতি মাসে আসছে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল! মাথায় হাত প্রাথমিক স্কুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল