South 24 Parganas News: জেলা ক্রীড়া প্রতিযোগিতার ম্যাসকট বাঘ

Last Updated:

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পরিচালিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ম্যাসকট করা হল বাঘ-কে

+
ক্রীড়া

ক্রীড়া প্রতিযোগিতা

দক্ষিণ ২৪ পরগনা: জেলা ক্রীড়া প্রতিযোগিতায় ম্যাসকট হিসেবে তুলে ধরা হল বাঘ-কে। আর এই পদক্ষেপের মাধ্যমে রীতিমত সাড়া ফেলে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।
এই বছর মথুরাপুরের ঘোড়াদলে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ৪৩ তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রতিযোগিতার ম্যাসকট হিসেবে বাঘকে তুলে ধরা হয়।
সুন্দরবন তথা গোটা দক্ষিণ ২৪ পরগনার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। সেই রয়্যাল বেঙ্গলকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই প্রয়াস নেওয়া হয়েছিল বলে সংস্থার কর্তাদের তরফ থেকে জানা গিয়েছে। এই প্রতিযোগিতায় সর্বমোট ৩৬ টি ইভেন্ট ছিল। জেলার ৫ টি মহাকুমার ৩৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার জেরে গত কয়েক দিন ধরে ঘোড়াদল কার্যত মহামিলন ক্ষেত্রে পরিণত হয়।
advertisement
advertisement
এই ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল জিমন্যাস্টিক প্রদর্শনী ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য খেলার আয়োজন‌। এই বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক, স্কুল পরিদর্শক সহ অন্যন্যা আধিকারিকগণ। এই ধরণের বড় প্রতিযোগিতা ঘোড়াদলের মত এলাকায় প্রথম হল বলে জানা গিয়েছে। আগে এমন মেগা ইভেন্ট এমন প্রত্যন্ত এলাকায় হত না বললেই চলে। তবে এবার সেই ছক বদলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতেও আয়োজন করা হয়েছে। যার ফলে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। তবে এবারে সব থেকে বেশি নজর কেড়েছে ম্যাসকট বাঘের প্রতিকৃতি।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
 South 24 Parganas News: জেলা ক্রীড়া প্রতিযোগিতার ম্যাসকট বাঘ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement