TRENDING:

Hooghly News: প্রতিকূল আবহাওয়ায় বার বার ক্ষতি হচ্ছে আলু চাষে, দুশ্চিন্তায় চাষিরা

Last Updated:

কুয়াশা ও বৃষ্টির জেরে আরামবাগ মহকুমায় বিস্তীর্ণ অঞ্চলে আলুর ধসা রোগ দেখা দিয়েছে। গোঘাট,পুড়শুড়া,আরামবাগ ও খানাকুলে সবথেকে বেশি আলুর চাষ হয়। আবহাওয়ার কারণে বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের মাথায় হাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: আলু ফলন শুরুতেই ঘন কুয়াশা, তার উপরে বৃষ্টি।এই দুই মিলে ব্যাপক ক্ষতি হচ্ছে আলুচাষের। এই সময় কুয়াশা ও বৃষ্টির জেরে আরামবাগ মহকুমায় বিস্তীর্ণ অঞ্চলে আলুর ধসা রোগ দেখা দিয়েছে। গোঘাট,পুড়শুড়া,আরামবাগ ও খানাকুলে সবথেকে বেশি আলুর চাষ হয়। আবহাওয়ার কারণে বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের মাথায় হাত। অসময়ের বৃষ্টিতে এখন আলুর খেতে জল থইথই করছে। আলু তোলার মুখে বৃষ্টির জেরে বিঘের পর বিঘে জমিতে জলের তলায় পড়ে রয়েছে আলু।জমির জল এবং ঘন কুয়াশা নিয়ে চিন্তায় আলুচাষিরাচাষিরা।
advertisement

আরও পড়ুন: ভাইঝিকে নয়, তার স্কুলকে উপহার দিলেন কাকা! খুশি খুদে পড়ুয়ারা

আবহাওয়ার খামখেয়ালিপনায় আলুর খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়তি লাভের আশায় আলু চাষ করতে নেমে বৃষ্টিতে আলুচাষিদের ভরাডুবি করেছে বলে মনে করছেন কৃষকরা। ঋণ করে যাঁরা আলু চাষ করেছিলেন এখন তাঁদেরচিন্তা কী ভাবে সেই টাকা তাঁরা শোধ করবেন। যে জমি যত নীচু সেখানে তত সমস্যা আলু জমিতে।অন্যদিকে আরেক ব্যক্তি জানান এবছর দুবার ধরে আলু বীজ মাঠে লাগাতে হয়েছিল। তাও আবার সময় পেরিয়ে গিয়েছিল। কিন্তু বারবার বৃষ্টি এবং ঘন কুয়াশাতে আলু গাছে পোকামাকড় বেড়ে গেছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও রক্ষা করা যাচ্ছে না আলু গাছ।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এভাবে বৃষ্টি হলে আলুর ফলন না হয়ে সব নষ্ট হয়ে যাবে। এখন কি করবেন কৃষকেরা তা  ভেবে পাচ্ছেন না।

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: প্রতিকূল আবহাওয়ায় বার বার ক্ষতি হচ্ছে আলু চাষে, দুশ্চিন্তায় চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল