TRENDING:

Hooghly News: মৃত নেতা তৃণমূলের অঞ্চল কমিটিতে! শাসক দলের কাণ্ডে শোরগোল হুগলিতে 

Last Updated:

Hooghly News: সদ্য যে অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে তাতে মলয়পুর এক নম্বর অঞ্চলের শ্রীকান্ত সরকার মারা গেছেন বছর-দেড়েক আগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মৃত ব্যক্তির নামে রেশন সহ বিভিন্ন অভিযোগ বারে বারে নজরে এসেছে। কিন্তু এখন আবার তার উল্টো চিত্র দেখা গেল। মৃত ব্যক্তির নাম তৃণমূলের অঞ্চল কমিটির তালিকায়। শুনলে হয়ত অবাক হবেন ঠিকই, কিন্তু এমনই ঘটনা ঘটেছে হুগলি জেলার আরামবাগের মলয়পুর ১ নম্বরে। মৃত ব্যক্তির নামে তৃণমূলের অঞ্চল কমিটিতে নাম। ঘটনাকে নিয়ে আরামবাগ মহকুমা জুড়ে ব্যাপক শোরগোল। সদ্য যে অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে তাতে মলয়পুর এক নম্বর অঞ্চলের শ্রীকান্ত সরকার মারা গেছেন বছর-দেড়েক আগে। কিন্তু অঞ্চল কমিটির লিস্টে তার নাম দিব্যি জ্বলজ্বল করছে।
advertisement

তালিকা প্রকাশ হওয়ার পর পরিবারের লোকজন হতবাক। এই বিষয় নিয়ে পরিবারের সদস্যরা জানান যদি লোকটা বেঁচে থাকাকালীন সম্মান পেত, তাহলেও কতটা খুশি হতেন বলে বোঝানো যাবে না। প্রয়াত শ্রীকান্ত সরকারের ছেলে বলেন, ''বাবার ব্রেনস্ট্রোক হয় এবং হাসপাতালে তিন চার দিন থাকার পর বাবার মৃত্যু হয়।'' ছেলে আরো জানিয়েছেন, তৃণমূলের পরিচালনা কমিটির সম্পাদক ছিল।

advertisement

আরও পড়ুন: রান্না করতে গিয়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাবা-মেয়ে! মেচেদায় মর্মান্তিক কাণ্ড

বেশ কয়েকদিন আগে আরামবাগ ব্লক তৃণমূল কার্যালয়ে স্বপন নন্দী, কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং শিশির সরকারের উপস্থিতিতে যে কমিটির ঘোষণা হয় তাতে শ্রীকান্ত সরকারের হরফে রতন বাবুর নাম জ্বলজ্বল করছে।এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল কর্মী দুঃখ প্রকাশ করে জানান, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক সিদ্ধান্ত।

advertisement

View More

আরও পড়ুন: রান্না করতে গিয়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাবা-মেয়ে! মেচেদায় মর্মান্তিক কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

রাজ্য থেকে যে বার্তা ছিল নতুন অঞ্চল কমিটি ঘোষণা তাতে ঠিকই আছে কিন্তু যে কমিটি হয়েছে তা একতরফা হয়েছে, কাউকে না বলে। দু-একজনকে বলে এই তালিকা প্রকাশ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও জানিয়েছেন, একজন প্রয়াত নেতা তিনি মারা গেছেন তার নামে দেখে তিনি হতবাক।

advertisement

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মৃত নেতা তৃণমূলের অঞ্চল কমিটিতে! শাসক দলের কাণ্ডে শোরগোল হুগলিতে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল