তালিকা প্রকাশ হওয়ার পর পরিবারের লোকজন হতবাক। এই বিষয় নিয়ে পরিবারের সদস্যরা জানান যদি লোকটা বেঁচে থাকাকালীন সম্মান পেত, তাহলেও কতটা খুশি হতেন বলে বোঝানো যাবে না। প্রয়াত শ্রীকান্ত সরকারের ছেলে বলেন, ''বাবার ব্রেনস্ট্রোক হয় এবং হাসপাতালে তিন চার দিন থাকার পর বাবার মৃত্যু হয়।'' ছেলে আরো জানিয়েছেন, তৃণমূলের পরিচালনা কমিটির সম্পাদক ছিল।
advertisement
আরও পড়ুন: রান্না করতে গিয়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাবা-মেয়ে! মেচেদায় মর্মান্তিক কাণ্ড
বেশ কয়েকদিন আগে আরামবাগ ব্লক তৃণমূল কার্যালয়ে স্বপন নন্দী, কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং শিশির সরকারের উপস্থিতিতে যে কমিটির ঘোষণা হয় তাতে শ্রীকান্ত সরকারের হরফে রতন বাবুর নাম জ্বলজ্বল করছে।এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল কর্মী দুঃখ প্রকাশ করে জানান, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক সিদ্ধান্ত।
আরও পড়ুন: রান্না করতে গিয়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাবা-মেয়ে! মেচেদায় মর্মান্তিক কাণ্ড
রাজ্য থেকে যে বার্তা ছিল নতুন অঞ্চল কমিটি ঘোষণা তাতে ঠিকই আছে কিন্তু যে কমিটি হয়েছে তা একতরফা হয়েছে, কাউকে না বলে। দু-একজনকে বলে এই তালিকা প্রকাশ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও জানিয়েছেন, একজন প্রয়াত নেতা তিনি মারা গেছেন তার নামে দেখে তিনি হতবাক।