ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বাকি আর দু’টি খেলা। তারপরই হয়ত তৃতীয় বারের জন্য ভারতবাসীকে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ উপহার তুলে দিতে পারবেন বিরাট-রোহিতরা। আর ভাইফোঁটার মিষ্টিতে সেই বিশ্বকাপ তৈরি করে চমক দিয়েছে ব্যান্ডেলের এক মিষ্টান্ন প্রতিষ্ঠান। আইসিসি বিশ্বকাপ ২০২৩ ট্রফির রেপ্লিকা তৈরি হয়েছে ক্ষীর চকোলেট দিয়ে। ছোটো-বড় বিভিন্ন আকারের বিশ্বকাপ মিষ্টি ভাই ফোঁটার জন্য বিক্রি হচ্ছে দেদার।
advertisement
আরও পড়ুনঃ শুশুনিয়া বেড়ানোর প্ল্যান শীতে? মারাংবুরু চাচো মার্শাল আশ্রম না দেখলে বড় মিস
আরও পড়ুন, ‘আরে বালু যে…!’ পাশের সেলেই সব চেনা-মুখ, জেলে জ্যোতিপ্রিয়র ঠিকানা এখন খোরাকের ‘MLA-ব্লক’
মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্নধার শুভেন্দু মণ্ডল বলেন, “প্রতিবার ভাই ফোঁটায় চিরাচরিত খাজা, গজা, লবঙ্গ লতিকা, বেকড রস মাধুরী, ক্ষীর মোহন, অমৃত কলশ, ক্ষীর সুন্দরী তো আছেই। যেহেতু বিশ্বকাপ চলছে চারদিকে তাই বিশ্বকাপ জ্বর। তাই আমরাও মিষ্টির উপরে একটু এক্সপেরিমেন্ট করেছি। ভাই ফোঁটার মিষ্টিতে বিশ্বকাপ এ বারের চমক। ছোটো বিশ্বকাপের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা। অনেকেই এই মিষ্টি পছন্দ করছেন। কিনে নিয়ে যাচ্ছেন। ভারত এ বার বিশ্বকাপ জিতবে কোনও সন্দেহ নেই। আর ভারত বিশ্বকাপ জিতলে মিষ্টি মুখ হবে।”
ক্রেতারা বলেন, ভাই ফোঁটার প্রচলিত মিষ্টি বাইরে এই ধরনের বিশ্বকাপ একেবারে নতুন। বোনেরা ভাইদের এই নতুন মিষ্টি খাওয়াতে পারবেন।আশা করা যায়, ভারত বিশ্বকাপ জিতবে। দেশে বিশ্বকাপ আসবে আর ভাইফোঁটাতেও বিশ্বকাপ ঘরে ঘরে পৌঁছে যাবে।
রাহী হালদার