সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা থেকে কাজ সেরে নিজের পৈত্রিক বাড়ি কোন্নগর কানাইপুরে ফিরছিলেন মন্ত্রী। এই দিন রাতে বাড়ি ফেরার জন্য নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছিলেন তিনি। দ্বিতীয় হুগলি সেতু ধরে ডানকুনির হয়ে কোন্নগর আসার পরিকল্পনা ছিল তার। হঠাৎই ডানকুনির মাইতি পাড়ার কাছেই ঘটে দুর্ঘটনা। একটি ট্রাক এসে পিছন থেকে ধাক্কা মারে মন্ত্রীর গাড়িকে। কপাল জোরে বেঁচে যান তিনজনেই। গাড়ির মধ্যে থাকা তিন জনাই অক্ষত অবস্থায় রয়েছেন।
advertisement
আরও পড়ুন-গতকালের ঘটনার সিদ্ধান্ত প্রশাসনিক, এখানে রাজনৈতিক দলের তরফে কোনও মন্তব্য নেই, বললেন কুণাল
ইতিমধ্যেই লরিটিকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ। নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে কি তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু পুলিশের তরফে।
মন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। তবে কোথাও কোনও চোট লাগেনি কারও। গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত অবস্থায় রয়েছেন। পুলিশ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। লরিও চালককে আটক করা হয়েছে।
রাহী হালদার