এই বিষয়ে প্রাণীসম্পদ বিকাশের আধিকারিক ডাক্তার তরুণ কুমার সাহারায় জানান,বাংলার কালো ছাগল বলে পরিচিতি এই প্রাণী সঠিকভাবে লালন পালন করলে উপভোক্তা উপকৃত হবে তার জন্য সরকার এই উদ্যোগ নেয়। সরকারের একটাই লক্ষ্য নিজের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং রাজ্যে মাংসের ঘাটতি কমবে। এতে করে মহিলারাও নিজেরা স্বাবলম্বী হতে পারবে।
আরও পড়ুন: প্রেমের গুনগুন গুঞ্জনেই লুকিয়ে টাকার ঝনঝন, শুনতে পাচ্ছেন কি এই V-Day-তে?
advertisement
আরও পড়ুন: শুরুতেই সুপার হিট এলআইসি-র এই স্কিম, ১৫ দিনে বিক্রি ৫০ হাজার, আপনি নিয়েছেন?
অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান, ছাগল পেয়ে আমাদের অনেকটাই উপকৃত হয়েছে।এখান থেকে ভালো উপার্জন আশা করছি। বাড়ির কাজের ফাঁকে সহজেই লালন-পালন করা যায় ছাগলগুলিকে।এই সুবিধা পেয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন মহিলারা।
Suvojit Ghosh
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 6:07 PM IST