আদানি-বিতর্কের মধ্যেই নতুন বিমা পলিসি আনল এলআইসি। নাম জীবন আজাদ পলিসি। আর বাজারে আসা মাত্রই হিট। মাত্র ১৫ দিনে বিক্রি হয়েছে ৫০ হাজার পলিসি। পলিসিতে জমা করা টাকার উপর সুদ এবং জীবন বিমা কভারেজ আলাদাভাবে মিলবে। এলআইসি-র চেয়ারম্যান নিজেই জানিয়েছেন এই বিমা পলিসির বিশেষত্ব। (Photo Courtesy: Shutterstock)
জীবন আজাদ পলিসির বিশেষত্ব হল, এখানে গ্রাহকদের মেয়াদপূর্তির ৮ বছর আগে পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ ১৮ বছরের পলিসি হলে প্রিমিয়াম দিতে হবে ১০ বছর। মেয়াদপূর্তিতে এলআইসি গ্রাহককে জমা হওয়া টাকা এবং রিটার্ন দেবে। একে বলা হয় বেসিক সাম অ্যাসিওর্ড। এই পলিসিতে এলআইসি সর্বনিম্ন ২ লক্ষ টাকা এবং সর্বাধিক ৫ লক্ষ টাকা দিচ্ছে।
রিটার্ন কেমন মেলে: ধরা যাক কারও বয়স ২৮ বছর। তিনি ১৮ বছরের পলিসি নিলেন। প্রতি বছর তিনি ১২,০৮৩ টাকা দিতে পারেন। তাহলে তাঁকে ১০ বছর প্রিমিয়াম দিতে হবে। মেয়াদ শেষে মিলবে ২ লাখ টাকা। অর্থাৎ প্রায় ৪ থেকে ৫ শতাংশ হারে সুদ মিলছে। শুধু তাই নয়, এই পলিসিতে মৌলিক বিমা বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ লাইফ কভার পাওয়া যায়। এতে, নিশ্চিত করা হয় যে প্রদত্ত পরিমাণ মৃত্যুর তারিখে জমা করা প্রিমিয়ামের ১০৫ শতাংশের কম যেন না হয়।
১৫ দিনে ৫০ হাজার বিক্রি: এলআইসি চেয়ারম্যান এমআর কুমার বলেছেন, জীবন আজাদ পলিসি চালু হওয়ার ১৫ দিনের মধ্যে ৫০ হাজার বিক্রি হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে এই পলিসি আনে এলআইসি। এমআর কুমার বলেছেন, ‘এলআইসি গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার জন্য পোর্টফোলিও মিশ্রণের দিকে মনোনিবেশ করেছে’। সম্প্রতি ডিসেম্বর ত্রৈমাসিক বাম্পার লাভ করেছে এলআইসি। ৬৩৩৪ কোটি টাকার মুনাফা হয়েছে। যা গত বছরের তুলনায় ২৩৫ কোটি টাকা বেশি।