New Business Ideas: প্রেমের গুনগুন গুঞ্জনেই লুকিয়ে টাকার ঝনঝন, শুনতে পাচ্ছেন কি এই ভ্যালেন্টাইন্স ডে-তে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
দেশের বহু মানুষের কাছে তাই ভ্যালেন্টাইন্স ডে হয়ে উঠেছে উপার্জনের উপায়। তাই সঙ্গে থাক দুই অভিনব ব্যবসার পরিকল্পনা !
কলকাতা: আজ হোক গুনগুন গুঞ্জন প্রেমের, চলতে থাক তা বছরের পর বছর। আর তাকে সঙ্গী করেই ঘরে ঘরে বেজে উঠুক লক্ষ্মীর নূপুর, টাকার ঝনঝন মিশে থাক ভালোবাসায়। বড় বেশি ব্যবসায়িক বলে মনে হচ্ছে কি কথাগুলো?
হলে তা অস্বীকার করা যাবে না ঠিকই, তবে এই কথাও পাশ কাটিয়ে যাওয়া যাবে না যে এই ভ্যালেন্টাইন্স উইকে আমরা সবাই প্রায় নানা ভাবে সিন্দুক ভরিয়েছি ব্যবসায়ীদের। এতে দোষের কিছু নেই, মনের মতো জিনিস তাঁরা এনে দিচ্ছেন বলেই তো মুখে হাসি ফুটছে সঙ্গী বা সঙ্গিনীর।
advertisement
advertisement
তবে ওই- বাজার এখন প্রতিযোগিতার! তার সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন বেড়ে চলেছে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন। খুব স্বাভাবিক- সারা বছর যে সম্পর্ক দিচ্ছে উষ্ণতার আমেজ, তাকে তো কয়েক দিন বিশেষ ভাবে রাখতেই হয়। দেশের বহু মানুষের কাছে তাই ভ্যালেন্টাইন্স ডে হয়ে উঠেছে উপার্জনের উপায়।
এই পথে সামিল হতে পারি আমরা সবাই। তবে ব্যবসা অভিনব হলে তবেই কিন্তু সার্থকতা আসবে- স্রেফ ফুল, চকোলেট, উপহারের ডালি সাজিয়ে এই বাজারে জায়গা করা মুশকিল। তাই সঙ্গে থাক দুই অভিনব ব্যবসার পরিকল্পনা, যা গ্রাহক ভালবাসবেন তাঁর মনের মানুষের মতোই!
advertisement
গিফট র্যাপিং
অবাক হলে অনেকেই ভুল করবেন! খুব সহজ এই ব্যবসার অভিনবত্ব কোথায়, সেটাই এবার ধরিয়ে দেওয়া যাক। উপহারের মূল কথা কিন্তু চমক। সেই চমক তখনই মেলে যখন মোড়কটাও নজরকাড়া হয়। এবার একটু ভেবে দেখা যাক- ভাল দেখতে একটা র্যাপিং পেপার কি বাজারে খুব সুলভ? সব দোকানেই থাকে প্রায় এক জিনিস। এই সুযোগ কাজে লাগিয়ে নিজের অনলাইন স্টোর ভরে তোলা যাক নানা ডিজাইনের র্যাপিং পেপারে, চাইলে নিজের ডিজাইনও প্রিন্ট আউট করা যায়। বিক্রি বাড়বেই, সেই সঙ্গে চাইলে উপহারটা মুড়ে সাজিয়ে দেওয়ার পরিষেবাও দেওয়া যায়। গ্রাহক এটুকু খরচ করবেনই, ফিরেও আসবেন বার বার।
advertisement
প্রেমের গাইড
আর কে নারায়ণের গাইড বইটার কথা মনে পড়ে? যেখানে গাইড রাজুর ভালবাসায় মন ভিজেছিল নর্তকী রোজির? পথ যে দেখায় আসলে, তাকে ভাল না বেসে উপায়ও থাকে না। ভিড়ে ঠাসা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন এড়িয়ে যেতে চাইবেন অনেকেই, তাঁদের জন্য শুরু করা যায় ভার্চুয়াল ট্যুরের ব্যবসা। করোনাকাল থেকেই এই ব্যবসা সবার মন জয় করেছে, তবে তার বিকাশের ক্ষেত্র এখনও প্রায় কুমারী। ভালবাসার সপ্তাহে গোলাপ যখন প্রস্ফুটিত হবে, তখনই বিকশিত হবে এই ব্যবসাও। সব থেকে বড় কথা, শুধু একসঙ্গে থাকা জুটিই নয়, লং টার্ম রিলেশনশিপে থাকা মানুষদেরও ভালবাসার আশ্রয় হবে এই ভার্চুয়াল ট্যুর।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 3:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: প্রেমের গুনগুন গুঞ্জনেই লুকিয়ে টাকার ঝনঝন, শুনতে পাচ্ছেন কি এই ভ্যালেন্টাইন্স ডে-তে?