TRENDING:

Picnic spot: পাশেই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান! হাতে একটু সময় থাকলেই পিকনিক জমবে এই মনোরম ইকো ট্যুরিজম পার্কে

Last Updated:

শীতের ছুটিতে আর বিশেষ দিনগুলিতে নিরিবিলিতে সময় কাটাতে চান? তাহলে আসুন চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্কে। হুগলি জেলার সাতবেড়িয়া এলাকায় পার্কটি অবস্থিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কামারপুকুর: শীতের ছুটিতে আর বিশেষ দিনগুলিতে পিকনিক? তাহলে আসুন চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্কে। হুগলি জেলার সাতবেড়িয়া এলাকায় পার্কটি অবস্থিত। এখানে রয়েছে থাকার জন্য ৫ টি কটেজ, ফুলের বাগান, বাচ্চাদের খেলার সরঞ্জাম, পুকুরে বোটিংয়ের ব্যবস্থা ও আরও অনেক কিছু।
advertisement

পার্কে বেড়াতে আসেন তাহলে কামারপুকুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত আপনার গন্তব্য। চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্কে আসতে চাইলে কলকাতা থেকে প্রথমে ট্রেনে গোঘাট স্টেশন। তারপর ওখান থেকে টোটো বা বাসে পার্কে চলে যাওয়া যাবে। যদি কেউ বাসে করে আসেন, তাহলে কামারপুকুর চটিতে নেমে ওখান থেকে টোটো করে কুড়ি মিনিটে পৌঁছে যাওয়া যাবে পার্কে। এখানে সুন্দর মনোরম পরিবেশে কাটানো যাবে গোটা দিন।

advertisement

আরও পড়ুন: স্বর্ণময় শোভাযাত্রা! সোনার গয়নায় মোড়া জগদ্ধাত্রী প্রতিমা দেখতে উপচে পড়ল ভিড়

উল্লেখ্য,কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ইকোট্যুরিজিম পার্কটি তৈরি হয়েছে। জয়রামবাটি এবং কামারপুকুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সাতবেরিয়ায় রয়েছে এটি। শ্রীরামকৃষ্ণদেবের মা চন্দ্রমণিদেবীর নামে এই পার্কটির নামকরণ করা হয়েছে। পুরো পার্কটি দেখাশোনার দায়িত্বে রয়েছে গ্রাম পঞ্চায়েত।

advertisement

View More

এখানে এলেই মন একেবারে অন্যরকম হয়ে যাবে।যাঁরা জয়রামবাটি কামারপুকুর দেখতে চান তাঁরা অনায়াসেই এখান থেকে সেখানে যেতে পারেন। কামারপুকুর-জয়রামবাটি ছাড়াও এখান থেকে গড়মান্দারণ, শ্রীহর, দেড়ে গ্রাম। শ্রী রামকৃষ্ণের পৈতৃক ভিটে রয়েছে দেড়ে গ্রামে। অসম্ভব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পার্কটি। রয়েছে সুন্দর একটি বাগান। রয়েছে একটি বড় পুকুর।

একেবারে গ্রামীণ পরিবেশে থাকার অনন্দ পাওয়া যাবে এখানে। মাটির বাড়ি আর কটেজ রয়েছে। আগে থেকে বুকিং করে আসতে হয়। মাটির বাড়ির দেওয়াল জুড়ে ছবি আঁকা। মাটির ঘর হলেও সবরকম অত্যাধুনিক পরিষেবা রয়েছে এখানে। মাটির কটেজের বাইরের বারান্দায় বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়।

advertisement

এই বিষয়ে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা জানান এখানে থাকার জন্য পাঁচটি কটেজ আছে। এই পার্কে যাঁরা আসছেন, তাঁরা কলকাতা, শিয়ালদহ, হাওড়া-সহ বেশ কিছু জায়গা থেকে আসেন।পার্কে সব রকমই সুব্যবস্থা আছে।

তিনি বলেন যদি এই পার্কে যোগাযোগ করে আসতে হয় তাহলে কামারপুকুর পঞ্চায়েত বা ফোনে সরাসরি যোগাযোগ করা যাবে। প্রত্যন্ত গ্রাম্য পরিবেশ এবং নিরিবিলিতে সময় কাটাতে ইকো ট্যুরিজম পার্ক বেড়াতে এলে প্রত্যেকের বেশ ভালই লাগবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Picnic spot: পাশেই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান! হাতে একটু সময় থাকলেই পিকনিক জমবে এই মনোরম ইকো ট্যুরিজম পার্কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল