Jagadhatri Puja 2023: স্বর্ণময় শোভাযাত্রা! সোনার গয়নায় মোড়া জগদ্ধাত্রী প্রতিমা দেখতে উপচে পড়ল ভিড়

Last Updated:

সোনার মুকুট, সোনার সাজ, গয়নায় মোড়া জগদ্ধাত্রী চন্দননগরের শোভাযাত্রাকে আরও শোভিত করে তুলল।

+
স্বর্ণময়

স্বর্ণময় শোভাযাত্রা! সোনার গয়নায় মোড়া জগদ্ধাত্রী প্রতিমা দেখতে উপচে পড়ল ভিড়

হুগলি: চন্দননগরের রাজপথে শোভাযাত্রার মূল আকর্ষন হল আলোর কারিগরী। তবে সব বিশেষ নজর কাড়ছে সোনায় মোড়া হেলা পুকুরের প্রতিমা। সোনার মুকুট, সোনার সাজ, গয়নায় মোড়া জগদ্ধাত্রী চন্দননগরের শোভাযাত্রাকে আরও শোভিত করে তুলল।
এক কথায় বলা চলে, চন্দননগরের জগদ্ধাত্রীর শোভাযাত্রা যেন অনেক বেশি স্বর্ণময় হয়ে উঠেছিল হেলাপুকুর সর্বজনীনের সোনার কাজ দেখার জন্য। শোভাযাত্রায় অংশ নেওয়া ৬২ টি পুজো কমিটির বিভিন্ন থিমের আলো দেখা গিয়েছে এদিন শোভাযাত্রায়।
advertisement
advertisement
রাত জাগতে বিকাল থেকেই মানুষ ভীড় জমিয়েছেন, চন্দননগর স্ট্যান্ড রোড, লক্ষীগঞ্জবাজার, তালডাঙ্গা,পালপাড়া রোড, বাগবাজার চৌমাথা, জি টি রোড জ্যোতির মোড়-সহ শোভাযাত্রা প্রদক্ষিনের প্রায় ৮ কিলোমিটার রাস্তায়। আলোতে ছিল, বিভিন্ন পৌরানিক কাহিনী, মহাভারত,সামাজিক সচেতনতা বার্তা, ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে আলো, ডিজনিল্যান্ড, বিভিন্ন ফুল ফল পাখি।
শোভাযাত্রায় দেখা গেছে কেরলের ইন্সট্রুমেন্টাল মিউজিক বোলপুরের মিউজিকাল ব্যান্ড। তবে সোনার সাজে জগদ্ধাত্রী নজর কেড়েছে সবার। কেউ সেলফি তুলছে তো কেউ অবাক চোখে দেখছে মায়ের অপরূপ সৌন্দর্য্য।
advertisement
হেলাপুকুর বারোয়ারীর সম্পাদক সুমিত সরকার বলেন,হেলপুকুর চন্দননগরে এক অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গতবছরও সেনকো গোল্ডের তরফে সোনার সাজ দেওয়া হয়েছিল। একশ কেজি নাকি আরও বেশি তা স্পষ্ট করেননি সুমিত। তবে জগদ্ধাত্রীর গোটা সাজটাই সোনার হওয়ায় দুজন বন্দুক ধারী পুলিশ ও নিজস্ব নিরাপত্তারক্ষী দিয়ে শোভাযাত্রা চলে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Jagadhatri Puja 2023: স্বর্ণময় শোভাযাত্রা! সোনার গয়নায় মোড়া জগদ্ধাত্রী প্রতিমা দেখতে উপচে পড়ল ভিড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement