আরও পড়ুন: রাতের অন্ধকারে ঝলসে গেল শসার ক্ষেত! নেপথ্যে রাজনীতি দেখছেন জমির মালিক
এদিকে পুলিশ কর্মrসুকুমার উপাধ্যায় এধরনের কাজে এগিয়ে আসেন সব সময়।তিনিও চেষ্টা করতে থাকেন তার মত করে।শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর মনোনয়নে চুঁচুড়ায় অতিরিক্ত জেলা শাসকের দফতরে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।সেখানে ডিউটি করছিলেন সুকমার।ভজনলালের নিরাপত্তা রক্ষীদের বিষয়টি জানিয়ে সাহায্য চান সুকুমার।ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন মুখ্যমন্ত্রীর পিএ।এদিকে শিক্ষিকা জেলা শাসক থেকে ওয়েলফেয়ার অফিসার সবার সঙ্গে যোগাযোগ করেন।কিন্তু মহিলাকে ফিরিয়ে আনতে বাধ সাধে নির্বাচনের ব্যাস্ততা।
advertisement
আরও পড়ুন: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা বসিরহাটে
অবশেষে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সঙ্গে দেখা করে বিষয়টি জানান শিক্ষিকা।কমিশনার আশ্বাস দেন এবং চুঁচুড়া থানার আইসিকে নির্দেশ দেন পুলিশ টিম পাঠাতে।আইসি রামেশ্বর ওঝা দুজন মহিলা পুলিশ কর্মীও একজন কনস্টেবলকে রাজস্থানে পাঠান গত দশ তারিখ।এদিন সকালে মহিলাকে নিয়ে তারা ফিরে আসেন চুঁচুড়ায়।রাজস্থানে গিয়ে পুলিশের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য লিলুয়ার এক স্বেচ্ছাসেবীসংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।সকলের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মহিলাকে তার বাড়ি ফিরে আসেন।মহিলার কথাবার্তায় অসংলগ্নতা আছে।তবে অনেক কিছু মনে রাখতে পারেন তিনি।তার ঠিকমত চিকিৎসা হলে হয়ত সুস্থ হয়ে উঠবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার