TRENDING:

Hooghly News: ব্যান্ডেল চার্চ থেকে জলপথে ইসলামিক স্থাপত্য ইমামবাড়া ভ্রমণ না করলে ঘুরতে যাওয়ার আনন্দ মিস

Last Updated:

ব্যান্ডেল চার্চ ঘুরতে এলে হুগলির ইমামবাড়া, ঘুরে আসবেন না তা কি হয় ! সেই ঘুরে আসার আনন্দ আরব দ্বিগুণ হয়, যদি ভ্রমণ হয় জলপথে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: ব্যান্ডেল চার্চ ঘুরতে আসলে হুগলির ইমামবাড়া, ঘুরে আসবেন না তা কি হয় ! সেই ঘুরে আসার আনন্দ আরব দ্বিগুণ হয়, যদি ভ্রমণ হয় জলপথে। গঙ্গার উপর দিয়ে নৌকায় করে ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া ভ্রমণ। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এই ভ্রমণ ট্রিপ এক অন্যরকম অনুভূতি। ডিঙি নৌকায় করে গঙ্গার উপর দিয়ে পর্তুগিজ চার্চ থেকে ইসলামিক স্থাপত্য ইমামবাড়া। মাঝ পথে রয়েছে বর্তি আনন্দ জুবিলি ব্রিজ।
advertisement

নৌকা পথে যাতায়াতও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকে। একটি নৌকায় সর্বাধিক ৬ জন করে যাত্রী যাতায়াত করতে পারেন। ৬ জন হলে মাথাপিছু ভাড়া করে ৪০ থেকে ৫০ টাকা। নদীর কলতান তার মধ্যে দিয়ে ঢেউয়ের সঙ্গে ডিঙ্গি নৌকায় ভেসে চলা। নৌকা ভ্রমণ করে বেরিয়ে আসা এক যাত্রী জানান, তার কাছে এই নৌকা যাত্রা মূল্যহীন আনন্দ দান করেছেন। তিনি এও বলেন যারা এখানে ঘুরতে আসছেন তারা যেন অবশ্যই এই নৌকায় করে ভ্রমন করেন।

advertisement

আরও পড়ুন: Petrol Diesel Prices : আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কত হল, বাড়ল না কমল ?

তবে নৌকা ভ্রমণের আনন্দ ভ্রমণার্থীদের মধ্যে থাকলেও ডামাডোলে রয়েছে নৌকার মাঝিদের জীবন। বছরের মাত্র ২ থেকে ৩ মাস তাদের রোজগারের সময়। তারপরে পেট চালাতে অন্য কাজ করতে হয় মাঝিদের। বেশিরভাগ মাঝিরাই নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে বেরিয়ে পড়েন। বছরের মাত্র তিনটে মাস তাদের আসল রোজগারের সময়।

advertisement

View More

আরও পড়ুন: এখন কি সোনা কিনবেন না আরও একটু অপেক্ষা করে যাবেন ? দেখে নিন আজকে ১০ গ্রামের দাম

এই বিষয়ে নৌকার এক মাঝি তিনি জানান, শুধুমাত্র এক কাজ করলে তাদের পেটে ভাত উঠবে না। এমনিতেই এখন নৌকায় ভ্রমণ করতে আসা যমুনার্থীদের সংখ্যা কমে গিয়েছে। সেই তুলনায় নৌকার সংখ্যা রয়েছে অনেক। কেউ প্রতিদিন একটি ভাড়া পান কেউ তাও না। খুব ভালো দিন গেলে দুটি ভাড়া সর্বসাকুল্যে জোটে। এইভাবে তাদের সংসার চালানো সম্ভব নয়। তাই তারা পেটের দায় অন্য কাজও করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ব্যান্ডেল চার্চ থেকে জলপথে ইসলামিক স্থাপত্য ইমামবাড়া ভ্রমণ না করলে ঘুরতে যাওয়ার আনন্দ মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল