হুগলীর বৈদ্যবাটী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর হরিপদ পালের মস্তিষ্ক প্রসূত উদ্যোগ এই ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স ও শববাহী যান। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুর প্রধান পিন্টু মাহত, পৌর পরিষদ দপ্তারের সুবীর ঘোষ সহ আরও অনেকে। উদ্বোধনের পরের দিন থেকেই সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তায় রয়েছে এই অ্যাম্বুলেন্সে ও শববাহী যান। ব্যাটারি চালিত হওয়ার দরুণ, একদিকে যেমন এই গাড়িগুলি পরিবেশ বান্ধব ঠিক তেমনি অন্যদিকে ছোট দূরত্ব যাওয়ার জন্য খুবই উপযোগী বলে মনে করছেন পৌরসভার সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ রবিবার কাক ভোরে মোবাইল সামগ্রী উদ্ধার নিয়ে চাঞ্চল্য চুঁচুড়ায়!
এই বিষয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল জানান, যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে সেখানে অ্যাম্বুলেন্সের ভাড়া মানুষের সাধ্যের বাইরে বেরিয়ে যাচ্ছে। স্বভাবতই তেলের দাম ভারার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়াও বৃদ্ধি করতে হচ্ছে। দুস্থ মানুষরা এত ব্যয়বহুল ব্যবহার না করতে পারার জন্য তাদের থমকে যেতে হচ্ছে। তাই সমস্ত দুস্থ গরিব মানুষদের কথা মাথায় রেখেই ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স তাদের জন্য নিয়ে আসা। একদিকে যেমন এই অ্যাম্বুলেন্স পরিবেশবান্ধব অন্যদিকে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের জন্য ২৪ ঘন্টা রাত্র দিন পরিষেবা দিয়ে যাবে।
Rahi Haldar