TRENDING:

Hooghly News: হাসপাতালের বেহাল অবস্থা, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পশুপ্রেমীদের

Last Updated:

পশু হাসপাতালের বেহালদশা সত্ত্বেও প্রশাসনের হেলদোল নেই। হাসপাতাল চত্বরজুড়ে এখন জঙ্গল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চন্দননগরে রয়েছে বহু পুরনো একটি সরকারি পশু হাসপাতাল। বহুতল বিল্ডিং ও অত্যাধুনিক পরিকাঠামো ছিল একসময়। যদিও বর্তমানে পুরোটাই তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। মাঝেমধ্যে খোলা হয় এই পশু হাসপাতালটি। তবে দীর্ঘদিন ধরে এখানে পরিষেবা কার্যত বন্ধ বলে অভিযোগ এলাকার পশুপ্রেমীদের।
advertisement

অভিযোগ, চন্দননগরের পশু হাসপাতালের বেহালদশা সত্ত্বেও প্রশাসনের হেলদোল নেই। হাসপাতাল চত্বরজুড়ে এখন জঙ্গল। দেওয়ালে জন্মেছে গাছ, পাঁচিলের ফাটল দিয়ে উঁকি মারছে বালাইয়ের রড। স্থানীয়দের অভিযোগ, পশু হাসপাতালটি কখন‌ও সখন‌ও খোলা থাকলেও আগের মত পরিষেবা পাওয়া যায় না। বহুবার প্রসাশনকে জানিয়েও লাভ হয়নি। পুনরায় পূর্ণমাত্রায় পরিষেবা চালুর পাশাপাশি হাসপাতালটির পরিকাঠামো মেরামতের দাবিও তোলা হয়েছে।

advertisement

আরও পড়ুন: পাটের হরিণ, খরগোশ, বক ঝড় তুলেছে শিলিগুড়ির শিল্পী হাটে

স্থানীয় বাসিন্দারা জানান, গবাদি পশুর কৃত্রিম প্রজনন থেকে শুরু করে নানা রকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল এই হাসপাতালে। দরকারে পশুদের ছোটখাটো অপারেশন‌ও হত। কিন্তু এখন প্রায় কোন‌ও পরিষেবাই পাওয়া যায় না। যে কোনদিন হাসপাতাল ভবনটি ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। পশু হাসপাতালটির বেহাল অবস্থার কারণে এলাকার জীবজন্তুর চিকিৎসা করতে সমস্যা হচ্ছে বলেও জানান পশুপ্রেমীরা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শুভাশিস গৌড় বলেন, কুকুর-বিড়াল, পাখি অনেকেরই বাড়িতে থাকে। পশু হাসপাতালটির বেহাল অবস্থার কারণে তাঁরা সমস্যায় পড়ছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হাসপাতালের বেহাল অবস্থা, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পশুপ্রেমীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল