অভিযোগ, চন্দননগরের পশু হাসপাতালের বেহালদশা সত্ত্বেও প্রশাসনের হেলদোল নেই। হাসপাতাল চত্বরজুড়ে এখন জঙ্গল। দেওয়ালে জন্মেছে গাছ, পাঁচিলের ফাটল দিয়ে উঁকি মারছে বালাইয়ের রড। স্থানীয়দের অভিযোগ, পশু হাসপাতালটি কখনও সখনও খোলা থাকলেও আগের মত পরিষেবা পাওয়া যায় না। বহুবার প্রসাশনকে জানিয়েও লাভ হয়নি। পুনরায় পূর্ণমাত্রায় পরিষেবা চালুর পাশাপাশি হাসপাতালটির পরিকাঠামো মেরামতের দাবিও তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: পাটের হরিণ, খরগোশ, বক ঝড় তুলেছে শিলিগুড়ির শিল্পী হাটে
স্থানীয় বাসিন্দারা জানান, গবাদি পশুর কৃত্রিম প্রজনন থেকে শুরু করে নানা রকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল এই হাসপাতালে। দরকারে পশুদের ছোটখাটো অপারেশনও হত। কিন্তু এখন প্রায় কোনও পরিষেবাই পাওয়া যায় না। যে কোনদিন হাসপাতাল ভবনটি ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। পশু হাসপাতালটির বেহাল অবস্থার কারণে এলাকার জীবজন্তুর চিকিৎসা করতে সমস্যা হচ্ছে বলেও জানান পশুপ্রেমীরা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শুভাশিস গৌড় বলেন, কুকুর-বিড়াল, পাখি অনেকেরই বাড়িতে থাকে। পশু হাসপাতালটির বেহাল অবস্থার কারণে তাঁরা সমস্যায় পড়ছেন।
রাহী হালদার