ম্যানেজিং কমিটির সদস্যদের আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তাঁর দাবি, হাজিরা খাতায় কোনও বেনিয়ম হয়নি। ঐ শিক্ষিকা নিজেই সই করেছে। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর সাইকেলে ধাক্কা ট্রাকের, গুরুতর জখম ১
যদিও স্কুলের সহশিক্ষিকা তনয়া চ্যাটার্জি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, অনুপস্থিতির দিনগুলোতেও হাজিরার খাতায় সই করার জন্য তাঁকে টাকার কথা বলেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গত পাঁচ বছর ধরে এইভাবেই স্কুল চলছে বলেও তিনি অভিযোগ করেন। এদিকে সমস্যা মেটাতে উদ্যোগী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি জানান, কোনও সমস্যা থাকলে তা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 6:46 PM IST