Hooghly News: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর সাইকেলে ধাক্কা ট্রাকের, গুরুতর জখম ১
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দ্রুতগতিতে ছুটে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পর পর সাইকেলে ধাক্কা মারে, আর তাতেই গুরুতর জখম হয়েছেন এক সাইকেল চালক
হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক সাইকেল আরোহীকে ধাক্কা মারল ট্রাক। আর তাতে গুরুতর জখম হলেন এক সাইকেল চালক। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের কালিপুর সংলগ্ন এলাকায়। আহত সাইকেল চালকের নাম নিমাইচন্দ্র পাল। তাঁর বাড়ি গোঘাটের পাতুলসাড়া এলাকায়। এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোঘাট থেকে ট্রাকটি আরামবাগের দিকে যাচ্ছিল। তখনই আরামবাগের কালিপুরের কাছে সে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাইকেল আরোহীকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি আহত সাইকেল আরোহীদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
স্থানীয় জখম এক ব্যক্তি জানান, "দ্রুত গতিতে ট্রাকটি যাচ্ছিল। আচমকা পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও অপর ব্যক্তি গুরুতর আহত হয়।" এই ঘটনার পরই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। তবে খালাসিকে
আটক করে স্থানীয় বাসিন্দারা। সেই স্বীকার করে নেয় নির্ধারিত গতির থেকে জোরে যাচ্ছিল ট্রাকটি।
এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে গোঘাট থানার পুলিশ। তারা ট্র্যাকটিকে আটক করার পাশাপাশি খালাসিকে থানায় নিয়ে যায়।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 6:29 PM IST