TRENDING:

Accident: চিকিৎসা করাতে গিয়ে এ কী হল দম্পতির সঙ্গে! হুগলির ঘটনা দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

Accident: চিকিৎসা করাতে এসে মৃত্যু হল এক মহিলার ।মৃত ওই মহিলার নাম মৌসুমী মান্না।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বসন্তপুরমোড় এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: চিকিৎসা করাতে এসে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় গুরুত্বতর জখম স্বামীও। মৃত ওই মহিলার নাম মৌসুমী মান্না। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বসন্তপুর মোড়ে। জানা যায়, একটি লরি এবং টোটোর মাঝখান দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঠিক সেই সময়ই ওই লরিটির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনার জেরে বিকট শব্দের আওয়াজ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা। রীতিমতো এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
 চিকিৎসা করাতে গিয়ে এ কী হল দম্পতির সঙ্গে! হুগলির ঘটনা দেখলে আঁতকে উঠবেন
চিকিৎসা করাতে গিয়ে এ কী হল দম্পতির সঙ্গে! হুগলির ঘটনা দেখলে আঁতকে উঠবেন
advertisement

আরও পড়ুনঃ বাড়ির দরজা খুলতেই আঁতকে উঠলেন তৃণমূল কর্মী! সাংঘাতিক কাণ্ড ঘটল নামখানায়

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাইক আরোহী তারকেশ্বর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় লরি এবং টোটোর মাঝে ওভারটেক করতে যাওয়ার সময়ই সংঘর্ষ হয় লরিটির সঙ্গে। সঙ্গে সঙ্গে দুজন গুরুতর জখম হন এবং বাইকটি ভেঙে দুমড়ে মুছড়ে যায়। এলাকার সকলে মিলে তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান তাঁদের।

advertisement

পরিবার সূত্রে জানা গেছে মানিকপাঠের এলাকায় বাড়ি তাঁদের। অরুণ মান্না তাঁর স্ত্রী মৌসুমী দেবীকে নিয়ে বাাড়ি থেকে চিকিৎসার জন্য আরামবাগ এসেছিলেন। কিন্তু হঠাৎ করেই এই মর্মান্তিক ঘটনার খবর আসে। শোনামাত্রই সকলে মিলে হাসপাতালে এলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় মৌসুমী দেবীর। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলেই।

View More

advertisement

ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ, দীর্ঘক্ষণ রাজ্য সড়ক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌসুমী দেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Accident: চিকিৎসা করাতে গিয়ে এ কী হল দম্পতির সঙ্গে! হুগলির ঘটনা দেখলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল