আরও পড়ুনঃ বাড়ির দরজা খুলতেই আঁতকে উঠলেন তৃণমূল কর্মী! সাংঘাতিক কাণ্ড ঘটল নামখানায়
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাইক আরোহী তারকেশ্বর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় লরি এবং টোটোর মাঝে ওভারটেক করতে যাওয়ার সময়ই সংঘর্ষ হয় লরিটির সঙ্গে। সঙ্গে সঙ্গে দুজন গুরুতর জখম হন এবং বাইকটি ভেঙে দুমড়ে মুছড়ে যায়। এলাকার সকলে মিলে তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান তাঁদের।
advertisement
পরিবার সূত্রে জানা গেছে মানিকপাঠের এলাকায় বাড়ি তাঁদের। অরুণ মান্না তাঁর স্ত্রী মৌসুমী দেবীকে নিয়ে বাাড়ি থেকে চিকিৎসার জন্য আরামবাগ এসেছিলেন। কিন্তু হঠাৎ করেই এই মর্মান্তিক ঘটনার খবর আসে। শোনামাত্রই সকলে মিলে হাসপাতালে এলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় মৌসুমী দেবীর। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলেই।
ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ, দীর্ঘক্ষণ রাজ্য সড়ক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌসুমী দেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Suvojit Ghosh






