বাড়ি তার গুজরাটের খেরা জেলার নাদিয়াদ গ্রামে। পেশায় তিনি কলের সরঞ্জাম বিক্রেতা। সময় পেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। গত ২৪ জুন বেরিয়ে সারে চার মাস ধরে সাইকেল নিয়ে ঘুরছেন দেশের বিভিন্ন রাজ্য। বাংলায় এসেছেন চার দিন আগে।বাংলার প্রকৃতি, বাংলার মানুষ, মানুষের ঈশ্বর ভক্তি একসঙ্গে মিলেমিশে থাকা দেখে অবাক হয়েছেন। মুগ্ধ হয়েছেন বাংলার গ্রাম গঞ্জে কালী পুজো দেখে।
advertisement
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
বাংলায় এসে দর্শন করেছেন তারাপীঠ এবং মায়াপুরের ইস্কন মন্দির। চতুর্থ দিনে তিনি দিল্লী রোড ধরে রওনা হয়েছেন কালীঘাট, দক্ষিণেশ্বর, এবং বেলুর মঠ দর্শন করবেন বলে। গঙ্গাসাগর হয়ে জগন্নাথ ধামের উদ্দেশে পুরী রওনা হবেন। সাড়ে ৯ মাসে ১২ জ্যোতির্লিঙ্গ এবং চার ধাম যাত্রা করে গুজরাট ফিরবেন।
আরও পড়ুন- ‘হবু বউকে কন্ট্রোলে রেখো’, সৌম্যকে উপদেশ সৌরভের, শুনে কী বললেন সন্দীপ্তা?
ইতিমধ্যেই সাইকেল চালিয়ে ঘুরে দর্শন করে ফেলেছেন পাঁচ জ্যোতির্লিঙ্গ এবং দুই ধাম। সাইকেল চালিয়ে গুজরাট থেকে দিল্লি হয়ে দেখতে দেখতে কেটে গেছে সাড়ে চার মাস। সাইকেল নিয়ে ঘুরলে মানুষকে খুব কাছ থেকে দেখা যায়। নিজে এখনও কোনও সমস্যায় পরেননি তবে কাউকে সমস্যায় পরতে দেখলে সাহায্য করেছেন। বিবিধের মাঝে মানুষের মিলন ভারতবর্ষের ঐতিহ্য যা বিজয়কে অবিভূত করেছে তার এই সাইকেল জার্নিতে।
রাহী হালদার