স্থানীয় সূত্রে খবর, আরামবাগে ডাক্তার দেখিয়ে একটি বাইকে চড়ে তিনজন বাড়ি ফিরছিলেন। সেই বাইকের পিছনে বসেছিলেন সুমিত্রাদেবী। একটি লরি বেপরোয়া গতিতে ছুটে এসে হঠাৎই পিছন থেকে বাইকটিতে ধাক্কা মারে। উল্টে যায় বাইকটি। তিন আরোহী ছিটকে পড়েন রাস্তায়। লরিটি না থেমে সুমিত্রাদেবীর মাথার উপর দিয়ে চলে যায়! এলাকার মানুষ সঙ্গে সঙ্গে ছুটে আসে। কিন্তু তার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয় সুমিত্রা কোটালের। বাইকে থাকা বাকি দু'জনও আহত হন। তাঁদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: পূর্ব বর্ধমানে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ছে, ঘোষণা স্বপন দেবনাথের
জানা গিয়েছে, মৃত মহিলার বাড়ি হুগলি জেলারই গোঘাটের ছোটডোঙ্গল গ্রামে। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। তবে এই ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়। যদিও কিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুভজিৎ ঘোষ