East Bardhaman News: পূর্ব বর্ধমানে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ছে, ঘোষণা স্বপন দেবনাথের

Last Updated:

পূর্ব বর্ধমান জেলাজুড়ে প্রায় ৫৮ হাজারের মত স্বনির্ভর গোষ্ঠী ছিল। সেটা বেড়ে এখন ৬০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এই গোষ্ঠীর দ্বারা প্রায় ৫ লক্ষ পরিবার উপকৃত হয়।

+
title=

পূর্ব বর্ধমান: রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁকে মাঝেমধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। আবার রিকশায় চালকদের প্রতি সহমর্মিতা জানাতে অভিনব পথ বেছে নেন। তাঁদেরকে রিকশায় বসিয়ে নিজে প্যান্ডেল করে গাড়ি চালান। সেই তাঁকেই এদিন হঠাৎ জেলার স্বনির্ভর গোষ্ঠীর অফিসে গিয়ে উপস্থিত হতে দেখা যায়।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বৈঠক শেষ করেই জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর অফিসে হাজির হন তিনি। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মহিলারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন।
advertisement
advertisement
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফথরের মন্ত্রী বলেন, আজ জেলা গ্রামোন্নয়ন শাখার অন্তর্গত এই আনন্দ ধারা প্রজেক্টের অফিস পরিদর্শনে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই গোষ্ঠী গড়ে তুলেছেন। পূর্ব বর্ধমান জেলাজুড়ে প্রায় ৫৮ হাজারের মত স্বনির্ভর গোষ্ঠী ছিল। সেটা বেড়ে এখন ৬০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এই গোষ্ঠীর দ্বারা প্রায় ৫ লক্ষ পরিবার উপকৃত হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির উপর জোর দিয়েছিলেন, তার জন্যই আমি আজ খোঁজ খবর নিতে এসেছিলাম জেলাজুড়ে কী অবস্থা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পূর্ব বর্ধমানে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ছে, ঘোষণা স্বপন দেবনাথের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement