হোম /খবর /নদিয়া /
রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি মন্দিরে পালিত হল রামনবমী

Nadia News: এই মন্দিরে ১৩৫ বছর ধরে হয়ে আসছে রামনবমীর পুজো

X
title=

শ্রীরামের জন্মতিথি উপলক্ষে পালন করা হয় রামনবমী। নদিয়ার কৃষ্ণগঞ্জ শিব নিবাস মন্দিরে ১৩৫ বছর ধরে রামনবমীর পুজো হয়ে আসছে। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি হয় এই মন্দিরটি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

নদিয়া: চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে মহাসমারহে দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। বাংলাতেও আগের থেকে রামনবমী পালনের চল অনেকটাই বেড়েছে। সেই ধারা মেনেই কৃষ্ণগঞ্জের শিব নিবাসে পালন করা হল রামনবমীর পুজো।

হিন্দু ধর্মে মনে করা হয় শ্রীরামচন্দ্র চৈত্রর এই শুক্লা নবমী তিথিতেই অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর সেই জন্মতিথি উপলক্ষেই পালন করা হয় রামনবমী। নদিয়ার কৃষ্ণগঞ্জ শিব নিবাস মন্দিরে ১৩৫ বছর ধরে রামনবমীর পুজো হয়ে আসছে বলে জানালেন মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি হয় এই মন্দিরটি।

আরও পড়ুন: মজে যাওয়া নদীর উপর অনুমতি ছাড়াই মার্কেট কমপ্লেক্স তৈরি করছে পঞ্চায়েত!

বৃহস্পতিবার সকাল থেকেই রামনবমীর পুজো দেওয়ার ভিড় করতে থাকেন ভক্তরা। সকাল ৬ টায় সানাই বাজিয়ে শ্রী রামচন্দ্রের পুজো শুরু হয়। পুজো শেষে ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরের বিপুল ভক্তের ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। এদিকে রামনবমী উপলক্ষে নদিয়ার বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বের হয়।

মৈনাক দেবনাথ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Hindu, Krishnaganj, Nadia news, Ram Navami, Ram Navami 2023