চন্দননগরের শাওলি বটতলার বাড়ি থেকে টোটোয় করে খাবার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েন কত্তা-গিন্নি। প্রতিদিন দুশো থেকে আড়াইশোটি পথ সারমেয়কে খাবার খাওয়ান এই দম্পতি। এর সঙ্গে এলাকায় কোথাও কোনও কুকুর অসুস্থ হয়েছে শুনলেই ছুটে যান সঞ্চিতা। তার চিকিৎসা থেকে খাওয়ানোর দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে তুলে নেন। বাড়িতেও আশ্রয় দেন অনেককে। এই সময় পথ সারমেয়দের প্রতি অত্যাচার অনেক বেড়ে গেছে। তার এই পথ সারমেয়দের ভাইফোঁটা দেওয়া দেখে যদি কিছু মানুষ সচেতন হন।
advertisement
আরও পড়ুনঃ ঢাকের আওয়াজ ও মশালের আলো দুইয়ে মিলে এক রুমহর্ষক বাতাবরণ মশাল কালীর বিসর্জনে!
সেটা এই অবলা প্রানী গুলোর জন্য মঙ্গল। ভাইফোঁটা উপলক্ষে সঞ্চিতার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে সমস্ত নেটিজেনরা। সারমেওদের ভাই ফোঁটার আয়োজন উপলক্ষে সঞ্চিতা জানান, তিনি সাধারণ মানুষের কাছে একটি বার্তা তুলে দিতে চান যাতে মানুষরা পথ পুকুর দের নির্বিচারে আক্রমণ না করে। প্রায়শই দেখা যায় রাস্তার কুকুরকে অনেকেই গায়ে গরম জল ঢেলে দেয় অকারণে মারধর করে। এই ভাইফোঁটার মধ্যে দিয়ে সঞ্চিতা অঙ্গীকারবদ্ধ হয়েছেন চন্দননগরের প্রত্যেকটি পথ কুকুরের দিদি হওয়ার এবং তাদের রক্ষা করার।
Rahi Haldar