পরিবার সূত্রে জানা গেছে মাঠে প্রচুর তিল চাষ করা হয়েছিল। প্রতিদিনই তিল আদায় করার জন্য মাঠে যেত। এদিন বিকালের পর প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটেছে বলে জানান। বৃষ্টি থামার পর দীর্ঘক্ষণ না আসার জন্য বাড়ি থেকে দেখতে গেলে দেখি প্রায় মৃত অবস্থায় পড়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর সক্রিয় পূর্ব রেল, আসছে একাধিক বদল! কী কী জানুন
আরও পড়ুন: সেই রানিনগরে মনোনয়ন জমায় ‘রামধনু’ জোট! প্রথম দিন তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা
তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অশোক বাবুকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ঘটনার খবর পায় গোঘাট থানার পুলিশ। অশোক বাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
Suvojit Ghosh






