স্কুল চলাকালীন সময় স্কুলের এক জন দেখতে পান মিটার বক্সের ভিতর কিছু একটা নড়াচড়া করছে। সামনে আসতেই দেখতে পান একটি বিশাল সাইজের গোসাপ। দেখতে পেয়ে স্কুলের পক্ষ থেকে সর্প বিশারদ ব্যান্ডেলেরই বাসিন্দা চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয়। তিনি গিয়ে মিটার বক্স থেকে গোসাপ টিকে উদ্ধার করে তাকে ছেড়ে দিয়ে আসেন একটি জলাশয়ের ধারে।
advertisement
আরও পড়ুন ঃ ‘ভোটে জিতলেই চাকর হয়ে থাকব’, নির্বাচন প্রচারে বিস্ফোরক দাবি তৃণমূল প্রার্থীর
এই বিষয়ে চন্দন ক্লেমেন্ট সিং জানান, এই ধরনের প্রজাতির গোসাপ সাধারণত জলাশয়ের ধারেই থাকে। তবে বৃষ্টির কারণে তার বাসস্থানে জল ঢুকে যাওয়ায় ফলে কিংবা খাদ্যের সন্ধানে ওই সরীসৃপ স্কুলের মধ্যে ঢুকে পড়েছিল। তবে এই ধরনের সরীসৃপ প্রাণীগুলি বাস্তু তন্ত্রের জন্য খুবই উপযোগী। তিনি খবর পেয়ে গোসাপটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের পাশে ছেড়ে আসেন যাতে সে তার নিজের জীব বৈচিত্রে বেঁচে থাকতে পারে।
রাহী হালদার