Panchayat Election 2023: 'ভোটে জিতলেই চাকর হয়ে থাকব', নির্বাচন প্রচারে বিস্ফোরক দাবি তৃণমূল প্রার্থীর

Last Updated:

Panchayat Election 2023: সারা বছর মানুষের পাশে থাকেন, তাই মাথা উঁচু করে ভোট চাইছেন, জিতে চাকর হয়ে মানুষের সেবা করবেন, প্রতিশ্রুতি তৃণমূল প্রার্থীর।

+
প্রচার

প্রচার করছেন 

হুগলি: পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে চাকর হয়ে মানুষের উন্নয়ন করবেন। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যজুড়ে। ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা যেমন ঘটেছে, তেমন বিরোধী প্রচার ও জোর কদমে। আর যতই এগিয়ে আসছে প্রচারের জোর বাড়ছে রাজনৈতিক দলগুলি।
শুক্রবার গোঘাট এক নম্বর ব্লকের সাওরা গ্রাম পঞ্চায়েতের ব্রজমনপুর গ্রামে বাড়ি বাড়ি প্রচার চালালেন পঞ্চায়েত সমিতির ১৮ নম্বর তৃণমূলের প্রার্থী কাজল রায়। যেভাবে রাজ্য জুড়ে উন্নয়ন হয়েছে তাতে করে তৃণমূলের জয়ের অপেক্ষায়। পাশাপাশি পঞ্চায়েতে তৃণমূল জয় লাভ করলে মানুষের সেবায় যুক্ত হবেন।
advertisement
advertisement
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী কাজল রায় জানান, রাজ্যে কিছুদিন পরেই শুরু হবে পঞ্চায়েত ভোট। দলীয় নির্দেশে ঘোষণার পরে বাড়ি বাড়ির সকল প্রার্থীদেরকে নিয়ে প্রচার চালাচ্ছি। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটের জয় লাভ হবে। যদি পঞ্চায়েত সমিতিতে জেতার পর সাধারণ মানুষের উন্নয়ন করব এবং পাশাপাশি চাকর হয়ে থাকতে চান বলে জানিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Panchayat Election 2023: 'ভোটে জিতলেই চাকর হয়ে থাকব', নির্বাচন প্রচারে বিস্ফোরক দাবি তৃণমূল প্রার্থীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement