West Bardhaman News: নিজেদের এই ছোট্ট ভুলেই ঘনিয়ে এল সর্বনাশ! মেয়ের পরিণতি মর্মান্তিক

Last Updated:

West Bardhaman News: দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে হাসি নাথের। বাকিরাও দম বন্ধ হয়ে যাওয়ার ফলে অচৈতন্য হয়ে পড়েছেন।

+
ঘরের

ঘরের ভেতরে রাখা হয়েছিল এই জলন্ত উনুনটি।

আসানসোল: ছোট্ট একটা ভুল। আর তাতেই গুরুতর বিপদের মুখোমুখি গোটা পরিবার। ছোট্ট ভুলের মাশুল দিতে চলে গেল একটা প্রাণ। পরিবারের বাকি সদস্যরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আসানসোলের মহিষীলার অরবিন্দ পল্লীর এই ঘটনা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। ছোট্ট একটা ভুল থেকে এমন বড় বিপদ আসতে পারে, তা কল্পনাতেও ভাবতে পারেন নি কেউ। ঠিক কি হয়েছিল?
প্রতিবেশীদের বয়ানে জানা গিয়েছে, মহিষীলার অরবিন্দ পল্লীর একটি বাড়িতে ভাড়া থাকতেন ব্যবসায়ী তারক নাথ। একটি ঠেলাগাড়ি নিয়ে তিনি এলাকায় রুটি সব্জির ব্যবসা করতেন। প্রত্যেক দিনের মতো ব্যবসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন। আর ব্যবসার কাজে ব্যবহৃত জলন্ত উনুনটি রেখে দেন ঘরের ভিতরে। সম্ভবত বৃষ্টি থেকে উনুনটিকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অন্যদিকে ঘরের দরজা জানালা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। আর সকালে প্রতিবেশীদের বহু ডাকাডাকির পরেও ঘুম ভাঙ্গেনি তাদের। অবশেষে ঘরের দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করতে হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতে গ্রামের ছেলেকেই চাই! স্থানীয় ‌যুবককে দিয়ে যা করাল গ্রামবাসীরা…! অবাক TMC-CPIM-BJP
ঘটনার পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘরে তারক নাথ এবং তার পরিবারের সদস্যদের অচৈতন্য অবস্থায় দেখতে পান। এরপর ঘর থেকে তাদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে তারক নাথ বাবুর মেয়ে হাসি নাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের বাকি সদস্যরাও গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে হাসি নাথের। বাকিরাও দম বন্ধ হয়ে যাওয়ার ফলে অচৈতন্য হয়ে পড়েছেন। ছোট্ট এমন ভুল থেকে এমন মর্মান্তিক ঘটনা দেখে রীতিমতো স্তম্বিত আসানসোলের অরবিন্দ পল্লী।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: নিজেদের এই ছোট্ট ভুলেই ঘনিয়ে এল সর্বনাশ! মেয়ের পরিণতি মর্মান্তিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement