সম্প্রতি উরফি জাভেদের এমনই একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে। আগের মতোই সেই ভিডিও নিয়ে সমালোচনা হলেও উরফি জাভেদের সেই নিয়ে কোনও মাথাব্যথা নেই। সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদকে ট্রোল করা হলেও তিনি নিজের ভিডিও এবং ছবি পোস্ট করা বন্ধ করে দেননি।
advertisement
সম্প্রতি উরফি জাভেদের যে ভিডিও নিয়ে তাঁকে ট্রোল করা হচ্ছে, সেই ভিডিওটি একটি ফ্যাশন ভিডিও। উরফি জাভেদ সেটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, উরফি জাভেদ একটি লেদার প্যান্ট এবং হলুদ রঙের লেদার ব্রা পরে রয়েছেন। এছাড়াও সেই ভিডিওতে হাইলাইট করা হয়েছে উরফি জাভেদের পার্স এবং নেকপিস, যা তিনি লোকাল বাজার থেকে ক্রয় করেছেন। তাঁর হাতের ব্যাগ এবং নেকপিসের জন্য তাঁকে কিছু না বলা হলেও তাঁর ড্রেসের জন্য আবার তাঁকে ট্রোল করা শুরু হয়েছে।
বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া
উরফি জাভেদের সেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করা হয়েছে, কিন্তু তার মধ্যে নেগেটিভ কমেন্টের সংখ্যাই বেশি। একজন লিখেছেন, "বোন আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি সব সময় এমন ধরনের জামাকাপড় পরো কেন!" আরেকজন প্রশ্ন তুলেছেন, "আপনি আসলে কী দেখাতে চাইছেন"? আরেকজন লিখেছেন, "ওয়েস্টার্ন ফ্যাশনের নাম করে এসব আজগুবি মার্কা জামাকাপড় পরা বন্ধ করুন"। আরেকজন লিখেছেন, "তৌবা তৌবা তৌবা, তাঁর পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়ার কারণটা পরিষ্কার দেখা যাচ্ছে"। অন্য আরেকজন লিখেছেন, "সাধারন জামাকাপড় পরেও গলার নেকপিস দেখানো সম্ভব"।
আরও পড়ুন-মিলেছে ভ্যাকসিনের বুস্টার শট, খুশিতে মাতোয়ারা মডেল সি বিচে গিয়ে খুললেন জামা !
উরফি জাভেদ এই ধরনের ট্রোলের কোনও তোয়াক্কা করেন না
উরফি জাভেদের সেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করে তাঁকে ট্রোল করা হচ্ছে। এর আগেও উরফি জাভেদ অন্যদের কপি করে ট্রোলড হয়েছেন। কিন্তু উরফি জাভেদ ভালো করেই জানেন যে এই সব ট্রোলের জবাব কী ভাবে দিতে হয়। উরফি জাভেদ তার তোয়াক্কা না করে, নিয়মিত ভাবে তাঁর ছবি এবং ভিডিও পোস্ট করে চলেছেন নতুন নতুন লুকে!
