Bollywood Actress Wedding Lahenga: কোটি ছুঁইছুঁই খরচে বিয়ের সাজ! বলিউডের ৭ নায়িকার বিয়ের পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actress Wedding Lahenga: বছরের পর বছর ধরে বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা তাঁদের বিয়ের দিনে এমন সব শাড়ি ও লেহেঙ্গা পরেছেন, যার দাম শুনলে চমকে উঠতে হয়। সম্প্রতি সামনে এসেছে বলিউড অভিনেত্রীদের সবচেয়ে দামি বিয়ের পোশাকের তালিকা।
advertisement
1/8

বলিউডে বিয়ে মানেই রাজকীয় আয়োজন। শুধু অনুষ্ঠান নয়, অভিনেত্রীদের বিয়ের পোশাকও হয়ে ওঠে চর্চার কেন্দ্রবিন্দু। বছরের পর বছর ধরে বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা তাঁদের বিয়ের দিনে এমন সব শাড়ি ও লেহেঙ্গা পরেছেন, যার দাম শুনলে চমকে উঠতে হয়। সম্প্রতি সামনে এসেছে বলিউড অভিনেত্রীদের সবচেয়ে দামি বিয়ের পোশাকের তালিকা।
advertisement
2/8
এই তালিকায় শীর্ষে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের দিন ঐশ্বর্য পরেছিলেন একটি ঐতিহ্যবাহী কঞ্জিভরম শাড়ি, যার দাম ছিল প্রায় ৭৫ লক্ষ টাকা। সোনালি সুতো, খাঁটি সোনার জরি ও Swarovski ক্রিস্টালে সাজানো সেই শাড়ি আজও বলিউডের সবচেয়ে দামি ব্রাইডাল আউটফিট হিসেবে পরিচিত।
advertisement
3/8
এরপরেই নাম রয়েছে সোনাম কাপুরের। আনন্দ আহুজার সঙ্গে বিয়ের সময় সোনাম পরেছিলেন ডিজাইনার অনামিকা খান্নার তৈরি লেহেঙ্গা, যার দাম ছিল আনুমানিক ৭০ লক্ষ টাকা। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই পোশাক নজর কেড়েছিল অনুরাগীদের।
advertisement
4/8
তালিকায় আরও রয়েছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের দিন শিল্পা পরেছিলেন Swarovski ক্রিস্টালে সাজানো একটি লাল শাড়ি, যার মূল্য ছিল প্রায় ৫০ লক্ষ টাকা।
advertisement
5/8
একই দামের তালিকায় রয়েছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে বিয়েতে আলিয়া পরেছিলেন সাব্যসাচী মুখার্জির ডিজাইন করা আইভরি রঙের ওর্গানজা শাড়ি, যার দামও প্রায় ৫০ লক্ষ টাকা।
advertisement
6/8
অনুষ্কা শর্মা বিয়ের দিন বেছে নিয়েছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা, যার মূল্য ছিল প্রায় ৩০ লক্ষ টাকা।
advertisement
7/8
অন্যদিকে ক্যাটরিনা কাইফের বিয়ের লেহেঙ্গার দাম ছিল আনুমানিক ১৭ লক্ষ টাকা, আর দীপিকা পাডুকোনের বিয়ের পোশাকের দাম ছিল প্রায় ১২ লক্ষ টাকা।
advertisement
8/8
রাজকীয় নকশা, নামী ডিজাইনার আর বিপুল খরচ—সব মিলিয়ে এই পোশাকগুলি শুধু বিয়ের সাজ নয়, বলিউড ফ্যাশনের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছে। ( তথ‍্য- https://www.siasat.com/list-of-6-most-expensive-wedding-outfits-of-bollywood-actresses-2983769/)