TRENDING:

অভিনয় থেকে প্রযোজনা, সফল দুই বাঙালি অভিনেতার মাইক্রো সিরিজ মাতাতে চলেছে বছর শেষের মরশুম

Last Updated:

দুই বঙ্গসন্তান ধরা দিতে চলেছেন একেবারে অন্য এক ভূমিকায় ৷ সেই ভূমিকা ক্যামেরার সামনেটা নয়, নেপথ্য সামলাবে যত্নের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অভিনয় থেকে প্রযোজনার জগতে আসা নতুন কিছু নয়। বহু বছর ধরেই কী বলিউড, কী বাংলা ছবি ইন্ডাস্ট্রি, কী দক্ষিণ ভারতীয় ছবি ইন্ডাস্ট্রি- এর সাক্ষী থেকেছে দেশ। এটা অস্বীকার করার উপায় নেই যে একটা সময়ের পরে বিনিয়োগের মাধ্যম হিসেবে যে কোনও অভিনেতার কাছে চলচ্চিত্র প্রযোজনা করা গুরুত্ব পায়। তা এক দিকে যেমন তাঁদের আর্থিক সাফল্য ধরে রাখে, অন্য দিকে তেমনই দেয় নিজের পছন্দের প্রজেক্টে কাজ করার সুযোগও।
News18
News18
advertisement

বাংলা ছবি ইন্ডাস্ট্রির অনেক প্রথিতযশা অভিনেতারই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সেই পথে এবার পা রাখলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় এবং অভিনেতা সন্দীপ ভট্টাচার্য। বলিউড থেকে দক্ষিণ ভারতীয় ছবি ইন্ডাস্ট্রে- পায়েল মুখোপাধ্যায়ের সাফল্য বহু বিস্তৃত। অন্য দিকে, সুঅভিনেতা রূপে সন্দীপও তৈরি করেছেন নিজস্ব আবেদন এবং পরিচিতি। তবে, এবার দুই বঙ্গসন্তান ধরা দিতে চলেছেন একেবারে অন্য এক ভূমিকায়, সেই ভূমিকা ক্যামেরার সামনেটা নয়, নেপথ্য সামলাবে যত্নের সঙ্গে।

advertisement

আরও পড়ুন– মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

বিখ্যাত ভারতীয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় এবার অভিনেতা সন্দীপ ভট্টাচার্যের সঙ্গে যৌথ উদ্যোগে তাঁদের প্রযোজনা সংস্থা অ্যানোনিমাস ফিল্মস-এর সূচনার মাধ্যমে একটি নতুন সৃজনশীল ভূমিকায় পা রাখলেন। ব্যানারটি ইতিমধ্যেই কয়েকটি বিজ্ঞাপন তৈরি করেছে সফলভাবে এবং এখন ZEE5 বুলেটের জন্য তাদের প্রথম মাইক্রো-সিরিজের শ্যুটিংও সফলভাবে সম্পন্ন করে ফেলেছে।

advertisement

অ্যানোনিমাস ফিল্মস ZEE5 মাইক্রো-সিরিজ চেকমেট দিয়ে OTT জগতে আত্মপ্রকাশ করতে চলেছে, যা সদ্য চালু হওয়া প্রযোজনা সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তো বটেই। এই প্রসঙ্গে একটা কথা না বলা অন্যায় হবে। ZEE5-এর ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই কিন্তু একই নামে এক থ্রিলার স্ট্রিম হচ্ছে, তার সঙ্গে অ্যানোনিমাস ফিল্মস-এর উদ্যোগ গুলিয়ে ফেললে চলবে না! সিরিজটি পরিচালনা করেছেন অভ্রজিৎ সেন। মানালি দে, রণজয় বিষ্ণু এবং দেবাদৃতাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ে। সিনেম্যাটোগ্রাফি পরিচালনা করেছেন অঙ্কিত সেনগুপ্ত, যা অ্যানোনিমাস ফিল্মস-এর প্রথম সিরিজে একটি শক্তিশালী ভিজ্যুয়াল যোগ করেছে।

advertisement

আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে ২০২৬: দেখে নিন ২০২৬ সাল কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
পাখি ফিরতে চায় না বনে! রক্তের সম্পর্ক না, ভালবাসাই আসল প্রমাণ করল দিনমজুরের পরিবারের
আরও দেখুন

২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে এই সিরিজের মুক্তির তারিখ ঠিক হয়ে আছে। সব ঠিক থাকলে ‘চেকমেট’ এই মরশুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মাইক্রো-সিরিজ অফারগুলির মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে, যা বছরের শেষের ডিজিটাল কন্টেন্ট লাইন আপে নতুন শক্তি যোগ করবে এবং ভারতের অন্যতম প্রধান OTT প্ল্যাটফর্মে অ্যানোনিমাস ফিল্মস-এর জন্য একটি আশাব্যঞ্জক সূচনার ইঙ্গিত দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনয় থেকে প্রযোজনা, সফল দুই বাঙালি অভিনেতার মাইক্রো সিরিজ মাতাতে চলেছে বছর শেষের মরশুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল