বলিউডের গুঞ্জন, করণ জোহরের প্রযোজনায় দু'টি ছবি করবেন সিদ্ধার্থ-কিয়ারা। নবদম্পতিকে নিয়ে প্রেমের ছবি করবেন তিনি। বরুণ ধওয়ন এবং আলিয়া ভাটের 'দুলহানিয়া' সিরিজের মতোই একটি প্রোজেক্টের পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!
আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!
advertisement
এখানেই শেষ নয়। একটি রমকমও এসেছে সিড-কিয়ারার ঝুলিতে। ছবিটির নাম 'অদল বদল'। সুনীল ক্ষেত্রপাল ছবিটির প্রযোজনা করবেন।
এই প্রথম নয়। ২০২১ সালে 'শেরশাহ'-তে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। শোনা যায়, সেই ছবিতে কাজের সূত্রেই দু'জনের আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। নিজেদের প্রেম নিয়ে যদিও কখনওই সরাসরি কথা বললেনি সিদ্ধার্থ বা কিয়ারা। অবশেষে সাতপাক ঘুরে সম্পর্কে শিলমোহর বসালেন তাঁরা।
