Ankush Hazra-Oindrila Sen: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!

Last Updated:

Ankush Hazra-Oindrila Sen: অঙ্কুশ-ঐন্দ্রিলা জানিয়ে দিয়েছিলেন বিয়ে করতে পারবেন না বিশেষ কারণে। কিন্তু সেই কারণটা কী? জুটির ভক্তদের মতো তারকারাও উদ্বেগে। সে কথা জানতেই তাঁদের ফোন করেছিলেন আবীর।

ঐন্দ্রিলা-অঙ্কুশ এবং আবীর
ঐন্দ্রিলা-অঙ্কুশ এবং আবীর
কলকাতা: ১৪ ফেব্রুয়ারি আবার অঙ্কুশের জন্মদিন। সে দিনই ঐন্দ্রিলার সঙ্গে তাঁর সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। কিন্তু এদিকে বিয়ে করছেন না তাঁরা। বেশ কিছু বছর ধরেই তাঁদের প্রশ্ন করা হয়, বিয়ে কবে করবেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল? নির্দিষ্ট করে কোনও দিন উত্তর দিতে পারেননি তাঁরা। চলতি বছর প্রেম দিবসের আগে হঠাৎ অঙ্কুশ জানালেন, তাঁদের বিয়ে হবে কি হবে না, জানেন না। বিশেষ কিছু কারণও রয়েছে বলে জানালেন তিনি।
গত শনিবার আচমকা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। টলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল। তার পর থেকে ক্রমাগত একের পর এক মোড় ঘোরানো ঘটনা। তাঁরা জানিয়ে দিয়েছিলেন বিয়ে করতে পারবেন না বিশেষ কারণে। কিন্তু সেই কারণটা কী? অঙ্কুশ-ঐন্দ্রিলার ভক্তদের মতো তারকারাও উদ্বেগে। সে কথা জানতেই তাঁদের ফোন করেছিলেন আবীর চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
তাঁরও একটাই প্রশ্ন, ‘‘বিয়ে কেন হচ্ছে না?’’ কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় নেই টলি জুটির। আর তাই অঙ্কুশকে ঐন্দ্রিলার পরামর্শ, ‘‘আবীরদাকে বলে দাও ব্রেকআপ হয়ে গিয়েছে। তোমায় আমি আর সহ্য করতে পারছি না, নিতে পারছি না, তাই এই বিয়েটা হবে না।’’
View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

advertisement
অঙ্কুশের দাবি, এমন কথা বলে দেওয়া উচিত নয়। কারণ সেটা সত্যি নয়। আর সেখান থেকেই স্পষ্ট, টলি জুটির বিচ্ছেদ হয়নি। কিন্তু কোনও বিশেষ কারণে বিয়ে করতে পারছেন না। ঐন্দ্রিলার বক্তব্য অনুযায়ী, কারণটা বলে দিলে ‘সমাজে আর মুখ দেখাতে’ পারবেন না।
advertisement
তাই সকলকে অপেক্ষা করতে হবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিয়ে কেন হচ্ছে  না, তার কারণ জানা যাবে সে দিনই। এ কথা স্পষ্ট, আগামী ১৪ ফেব্রুয়ারি কিছু ধমাকা হতে চলেছে। আবীর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ভিডিও দেখে অনেকেরই ধারণা নতুন কোনও ছবি আসতে চলেছে। আর তারই প্রচারে এই সমস্ত ভিডিও।
advertisement
সে কারণেই গত শনিবার অঙ্কুশ তাঁর এবং ঐন্দ্রিলার একটি ছবিটি পুরনো ছবি পোস্ট করেন। দেখা যাচ্ছে, অঙ্কুশের কোলে বসে ঐন্দ্রিলা। চুম্বন করছেন একে অপরকে। সঙ্গে টলি নায়ক লেখেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra-Oindrila Sen: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement