Ankush Hazra-Oindrila Sen: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!

Last Updated:

Ankush Hazra-Oindrila Sen: বেশ কিছু বছর ধরেই তাঁদের প্রশ্ন করা হয়, বিয়ে কবে করবেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল? নির্দিষ্ট করে কোনও দিন উত্তর দিতে পারেননি তাঁরা। চলতি বছর প্রেম দিবসের আগে হঠাৎ অঙ্কুশ এমন পোস্ট কেন?

ঐন্দ্রিলা-অঙ্কুশ
ঐন্দ্রিলা-অঙ্কুশ
কলকাতা: আচমকা বিস্ফোরণ ফেসবুকে। সৌজন্যে টলি নায়ক অঙ্কুশ হাজরা। প্রেম দিবসে তাঁর আর ঐন্দ্রিলা সেনের সম্পর্ক ১৩ বছরে পা দেবে। সেই দিনে, ১৪ ফেব্রুয়ারি আবার অঙ্কুশেরও জন্মদিন। তার মাঝেই হঠাৎ এ কী ঘটল?
ফেসবুকে অঙ্কুশ একটি ছবি পোস্ট করলেন। তাঁর এবং ঐন্দ্রিলার। ছবিটি পুরনো। অঙ্কুশের কোলে বসে ঐন্দ্রিলা। চুম্বন করছেন একে অপরকে। সঙ্গে টলি নায়ক লিখলেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।'
advertisement
advertisement
বেশ কিছু বছর ধরেই তাঁদের প্রশ্ন করা হয়, বিয়ে কবে করবেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল? নির্দিষ্ট করে কোনও দিন উত্তর দিতে পারেননি তাঁরা। চলতি বছর প্রেম দিবসের আগে হঠাৎ অঙ্কুশ জানালেন, তাঁদের বিয়ে হবে কি হবে না, জানেন না। বিশেষ কিছু কারণও রয়েছে বলে জানালেন অঙ্কুশ।
advertisement
কিন্তু কী সেই কারণ? এমন একটি সংবাদ দিয়ে প্রেম উদযাপনের কারণই বা কী? জানতে যোগাযোগ করা হয়েছিল অঙ্কুশকে। কিন্তু ফোনে তাঁকে পাওয়া যায়নি।
এক দশক ধরে প্রেম। তখন ঐন্দ্রিলা সিরিয়ালে অভিনয় করতেন। অঙ্কুশ সদ্য বড়পর্দায় পা রেখেছেন। বন্ধুত্ব দিয়ে সম্পর্কের শুরু। বিক্রম চট্টোপাধ্যায় তাঁদের দু'জনকে একাধিকবার দেখা করিয়েছেন। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে গড়ায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra-Oindrila Sen: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement