Soham-Saayoni: BJP-র চক্রান্তের যোগ্য জবাব দেবে দর্শকরা! 'এলএসডি' বিতর্কে জবাব সোহম-সায়নীর
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
Soham-Saayoni: গোটা বিষয়টি নিয়ে বৃহস্পতিবার টলিউড ইন্ডাস্ট্রি এবং রাজ্য রাজনীতি সরগম ছিল। তবে ছাড়পত্রের হার্ড কপি পাওয়ায় অবশেষে ১০ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে 'লাল সুটকেসটা দেখেছেন'।
কলকাতা: আগে থেকেই মুক্তির তারিখ ঠিক ছিল। ১০ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পাওয়ার কথা ছিল সোহম চক্রবর্তী প্রযোজিত এবং অভিনীত ক্রাইম থ্রিলার 'লাল সুটকেসটা দেখেছেন' ওরফে 'এলএসডি'। তবে তাল কাটল বুধবার সন্ধ্যায়। ৭ ফেব্রুয়ারি ছবির সেন্সরশিপের সফট কপি পাওয়া গেলেও কলকাতার সেন্সর বোর্ড অফিস থেকে হার্ডকপি মিলছিল না। ফলে নন্দন থেকে স্টার থিয়েটার, কোনও প্রেক্ষাগৃহ বুক করতে পারছিল না সোহমের প্রযোজনা সংস্থা।
বিতর্কের জল আরও গড়ায় ৯ ফেব্রুয়ারি সকালে। ছবির মুক্তি অনিশ্চিত দেখে সোহমের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে গোটা বিষয়টা জানানো হয়। একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় কলকাতা প্রেস ক্লাবে। তখনই আচমকা বৃহস্পতিবার দুপুরে হার্ডকপিটি দেওয়া হয়।
সাংবাদিক বৈঠক করে সোহম ও তাঁর গোটা টিম ক্ষোভ উগড়ে দেন। সেখানে হাজির ছিলেন সোহম, সায়নী ঘোষ, পরিচালক সায়ন্তন ঘোষাল ও টিমের অন্যান্য সদস্যরা। সোহমকে সমর্থন করতে এগিয়ে আসেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও।
advertisement
advertisement
সেন্সর বোর্ডের সমালোচনা করলেও অভিযোগের তির ছিল গেরুয়া শিবিরের দিকে। আগেও ছবিটির বেশ কিছু কথা ও গানের শব্দ বাদ দেওয়ার নির্দেশ এসেছিল। যেখানে 'রাধা কৃষ্ণ' এবং 'ওভারডোজ'-এর মতো শব্দের ব্যবহার ছিল। সোহম ও সায়নীর অভিযোগ, সমস্ত আপত্তিকর শব্দ বাদ দেওয়া সত্ত্বেও ছবিটিকে A সার্টিফিকেট দেওয়া হয়। তাঁদের দাবি, সেটা মেনে নেওয়া হলেও সেন্সরশিপের ছাড়পত্র মিল ছিল না।
advertisement
সোহম এবং সায়নী দাবি করেন, আঞ্চলিক সেন্সর বোর্ড কমিটিতে পার্থসারথি চৌধুরী নামে এক বিজেপি সমর্থক বিষয়টিতে মধ্যস্থতা করেছিলেন। এবং তিনি বিষয়টি মুম্বইয়ের সেন্সর বোর্ডকে জানিয়েছিলেন। নায়ক-নায়িকার অভিযোগ, গেরুয়া শিবিরের চক্রান্তেই মিল ছিল না ছবির ছাড়পত্র। কুণাল ঘোষও বিষয়টির তীব্র সমালোচনা করেন। সকলের বক্তব্যের মূল সুর , বিনোদন এবং রাজনীতিকে কখনোই এক করা উচিত নয়।
advertisement
সায়নী সাম্প্রতিক 'পাঠান'-এর গান বয়কট এবং অতীতে 'পদ্মাবত'-এর প্রসঙ্গ তোলেন। সোহমের অভিযোগ, এই বিতর্কের জেরে অনেক হলই 'এল এস ডি' পেল না।
গোটা বিষয়টি নিয়ে বৃহস্পতিবার টলিউড ইন্ডাস্ট্রি এবং রাজ্য রাজনীতি সরগম ছিল। তবে ছাড়পত্রের হার্ড কপি পাওয়ায় অবশেষে ১০ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে 'লাল সুটকেসটা দেখেছেন'। শুক্রবার সন্ধ্যায় কলকাতার একটি মলে হতে চলেছে ছবির প্রিমিয়ার।সোহম সায়নী দু'জনই এক সুরে বলেন এই চক্রান্তের যোগ্য জবাব দেবে দর্শকরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 2:37 PM IST