Prabhas Health Issue: বাগদানের জল্পনার মাঝেই অসুস্থ প্রভাস! কাজ থামিয়ে হাসপাতালে বাহুবলী, কী হল তাঁর
- Published by:Sanchari Kar
Last Updated:
Prabhas Health Issue: বেশ কয়েক দিন ধরেই নাকি জ্বরে ভুগছেন অভিনেতা। শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালেও যেতে হয় তাঁকে।
কলকাতা: তাঁর বাগদানের খবরে উত্তাল চারদিক। অজস্র চর্চার মাঝেই প্রভাসের শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, স্বাস্থ্যের কারণেই আপাতত সব কাজ বাতিল করে বিশ্রাম নিচ্ছেন ভারতীয় ছবির 'বাহুবলী'।
বেশ কয়েক দিন ধরেই নাকি জ্বরে ভুগছেন অভিনেতা। শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালেও যেতে হয় তাঁকে। আপাতত প্রভাসের হাতে একাধিক কাজ। কিন্তু সে সব কিছু সাময়িক ভাবে স্থগিত রেখে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সেই পরামর্শ মতোই কাজ থেকে আপাতত বিরতি নিয়েছেন প্রভাস। আপাতত তিনি ভাল আছেন। খুব শীঘ্রই শ্যুটে ফিরবেন।
advertisement
advertisement
চলতি বছরেই মুক্তি পাবে 'আদিপুরুষ'। এই পুরাণ-নির্ভর ছবিতে প্রভাসের বিপরীতে দেখ যাবে কৃতী স্যাননকে। শোনা যায়, এই ছবিতে কাজ করার সুবাদেই দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে। তৈরি হয় প্রেমের সম্পর্ক। গুঞ্জন, খুব শীঘ্রই মালদ্বীপে বাগদান সারবেন প্রভাস-কৃতী।
advertisement
যদিও বাগদানের এই খবর সঠিক নয় বলে দাবি প্রভাসের টিমের। অন্যদিকে, একে অপরের শুধুমাত্র খুব ভাল বন্ধু বলে দাবি কৃতির। কিন্তু সূত্রের খবর, জল অনেক দূর গড়িয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 12:48 PM IST