কবে বিয়ে করছেন? প্রশ্ন আসতেই সলমনের নাম তুলে এ কী জবাব দিলেন প্রভাস!
- Published by:Sanchari Kar
Last Updated:
কবে বিয়ে করছেন? আচমকাই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় অভিনেতার কাছে। তাতে যদিও খেই হারাননি তিনি।
#মুম্বই: তাঁর প্রেমের গুঞ্জনে উত্তাল ইন্ডাস্ট্রি। এ হেন অবস্থায় বিয়ের প্রসঙ্গ যে উঠবে, তা আর বলা অপেক্ষা রাখে না। হলও তা-ই। সম্পর্ক থেকে পরিণয়- সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়লেন 'বাহুবলী' প্রভাস।
প্রভাস স্বল্পভাষী। কাজ ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে মেপেই কথা বলেন। বিয়ের প্রশ্ন তো তাঁর কাছে কিছুটা বিনা মেঘে বজ্রপাতে মতোই! কবে বিয়ে করছেন? আচমকাই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় অভিনেতার কাছে। তাতে যদিও খেই হারাননি তিনি। রসিকতার সুরে তাঁর উত্তর, "সলমন খানের বিয়ের পর আমি বিয়ে করব।" 'বাহুবলী'-এই মজার মন্তব্যই আপাতত অনুরাগীদের চর্চার রসদ জোগাচ্ছে।
advertisement
advertisement
সলমনের জীবনে প্রেম এসেছে বারবার। কিন্তু শেষমেশ কোনও প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি। ৫৬-তেও 'ভাইজান' একা। তাই অনুরাগীরাও তাঁর নামের পাশে বসিয়ে দিয়েছেন 'চিরকুমার' তকমা। নিজেকে নিয়ে রসিকতা পিছপা হন না সলমন স্বয়ং। এ বার সেই পথেই হাঁটলেন প্রভাস।
advertisement
শোনা গিয়েছিল, 'আদিপুরুষ'-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে কৃতীকে মন দিয়েছেন প্রভাস। সকলের অগোচরে নাকি চুটিয়ে প্রেম করছেন দুই তারকা। এ প্রসঙ্গে প্রভাস চুপ থাকলেও কৃতী নিজের বক্তব্য জানিয়েছেন। কয়েক দিন আগে যাবতীয় জল্পনায় জল ঢেলে তিনি জানান, তাঁর নতুন সম্পর্ক নিয়ে যে গুঞ্জন রটেছে, তা আদতে ভিত্তিহীন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 8:57 PM IST