সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও

Last Updated:

নিউজ18 বাংলায় সৃজিত-রাজ-চঞ্চলের আড্ডা, খুনসুটি ধরা পড়ল। 'হাওয়া' দেখেননি সৃজিত। কিন্তু 'হাওয়া' নামক এক সাইক্লোনের যে আবির্ভাব হয়েছে কলকাতায়, তা নিয়ে অনেকদিন ধরেই অবগত তিনি।

#কলকাতা: শীতের মরশুমে বাংলাদেশের 'হাওয়া'য় মেতেছে কলকাতা। শুক্রবার এপার বাংলায় মুক্তি পেল ওপার বাংলার ছবি। নন্দনে সেই ছবির উদবোধন হল এদিন। ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে এই ছবির স্ক্রিনিংয়ের আগে নন্দনের বাইরে দীর্ঘ লাইন পড়ে সিনেপ্রেমীদের। আর সেখানেই ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুশি, পরিচালক মেজবাউর রহমান সুমনরা উপস্থিত ছিলেন। ছবির ফিতে কাটলেন সৃজিত মুখোপাধ্যায় এবং বিশেষ দায়িত্বে রাজ চক্রবর্তী।
নিউজ18 বাংলায় সৃজিত-রাজ-চঞ্চলের আড্ডা, খুনসুটি ধরা পড়ল। 'হাওয়া' দেখেননি সৃজিত। কিন্তু 'হাওয়া' নামক এক সাইক্লোনের যে আবির্ভাব হয়েছে কলকাতায়, তা নিয়ে অনেকদিন ধরেই অবগত তিনি। কলকাতার বাইরে থাকাকালীনই সে খবর পেয়েছিলেন। পাশাপাশি চঞ্চলের অভিনয়ে মুগ্ধতা প্রকাশে কার্পণ্য করেননি টলিউডের প্রথম সারির পরিচালক। আর সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ছবিতে চঞ্চলকে দেখা যাবে কবে?
advertisement
advertisement
এক মুহূর্ত অপেক্ষা না করে সৃজিতের সটান জবাব, "খুব শিগগিরই দেখা যাবে। একটু ধৈর্য ধরতে হবে।" সৃজিতের পাশে ছিলেন রাজ। মস্করা তিনি এর সঙ্গে যোগ করেন, "কেবলমাত্র এগ্রিমেন্টটা (সই) বাকি। ওটা হয়ে গেলেই হয়ে যাবে। আর অ্যামাউন্ট (পারিশ্রমিক) নিয়ে আলোচনা চলছে।" রাজের মস্করায় হেসে উঠলেন বাকি শিল্পীরা।
advertisement
চঞ্চলে মুগ্ধ সৃজিত এর আগে একাধিক বার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। চঞ্চল চৌধুরীর প্রশংসা করে সৃজিত লিখেছিলেন, 'চঞ্চল চৌধুরীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য।' আর সেই পোস্টের মন্তব্য বাক্সে চঞ্চলের লেখা, 'এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালবাসা দাদা।'
advertisement
এদিকে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, চঞ্চলকে নিয়ে ছবি বানাবেন সৃজিত, যার চিত্রনাট্য আবর্তিত হবে পরিচালক মৃণাল সেনকে ঘিরে। ছবির নাম সম্ভবত, 'পদাতিক'। 'মনের মানুষ'-এর পর আবার এপার বাংলার বড়পর্দায় ফিরবেন চঞ্চল? সৌজন্যে সৃজিত? সময়ের অপেক্ষায় সকলে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement