চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল

Last Updated:

সেরিব্রাল অ্যাটাকে হাসপাতালে ভর্তি ৯০ বছরের বৃদ্ধ। বাবার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে কলকাতায় নিজের ছবিমুক্তির সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা।

#ঢাকা: গুরুতর অসুস্থ চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী। সেরিব্রাল অ্যাটাকে হাসপাতালে ভর্তি ৯০ বছরের বৃদ্ধ। বাবার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে কলকাতায় নিজের ছবিমুক্তির সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা। ঢাকায় ফিরে গিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন ফেসবুকে। চঞ্চল জানিয়েছেন, তাঁর বাবা বেশ কিছুদিন ধরে হাসপাতাল ভর্তি। খুব অসুস্থ। আর সেই কারণে নিজেও ভাল নেই চঞ্চল।
advertisement
advertisement
তাঁর লেখায় স্মৃতিচারণা, 'বাড়ির উঠোনেই স্কুল, বাবা সেই স্কুলের প্রধান শিক্ষক। যে কারণে স্কুলের মাঠ, গাছপালা, স্কুল ঘর, বই পত্র…সব কিছুকেই পৈত্রিক সম্পত্তি ভাবতাম। ছোট বেলায় যতটা ভালো ছাত্র ছিলাম, তার চেয়ে অনেক বেশি দূরন্ত ছিলাম। যদিও রোল নম্বর সব সময়ই এক/দুই/তিনের মধ্যেই থাকত। একজন সৎ এবং স্বনামধন্য শিক্ষক হিসেবে আমার বাবাকে এলাকার সবাই একনামে চিনত, এখনও চেনে। যে কোনও জায়গায় গেলে বাবার ছেলে হিসেবেই বেশি সমাদর পেতাম। কয়েক বছর আগ পর্যন্তও দুলাল মাস্টারের সন্তান হিসেবেই এলাকায় সবাই পরিচিত হতাম।'
advertisement
কিন্তু এখন চঞ্চল চৌধুরী দুই বাংলার উচ্চপ্রশংসিত অভিনেতাদের মধ্যে একজন। সময় বদলেছে। ঘটনাটাও উল্টে গিয়েছে। এখন পরিস্থিতি কীরকম? জানা গেল চঞ্চলের লেখায়।
তিনি লিখলেন, 'বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ''ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি, এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে, তোমার কেমন লাগে?'' বাবা কোনও উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছু ক্ষণ তাকিয়ে ছিল। তাঁর সেই গর্বিত মুখটা দেখে, আমার চোখ দুটোও ঝাপসা হয়ে গিয়েছিল। সন্তানের সকল সফলতায় বাবা মায়ের যে কী শান্তি, কী আনন্দ… তা আমি দেখেছি। কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনও সন্তানই ভাল থাকতে পারে না। আমিও ভাল নেই……।'
advertisement
'হাওয়া' নিয়ে ইতিমধ্যে তুমুল উত্তেজনা কলকাতায়। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি মাসখানেক আগে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হলেও অনেকেই টিকিট না পেয়ে ফিরে গিয়েছিলেন। কিন্তু এবার তাই ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে চঞ্চলের ছবি। আগামিকাল মুক্তি পাচ্ছে 'হাওয়া'।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement