ভ্যালেন্টাইনস্ ডে হয়ে উঠুক স্পেশাল

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস্ ডে বা ভালোবাসা দিবস পালিত হয়।

তাই মনের মানুষের সঙ্গে মিলে বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে।

এই দিনটিকে আরও স্পেশাল করে তুলতে দারুণ সারপ্রাইজের ব্যবস্থা করা যায়।

সঙ্গীর পছন্দের এমন কিছু উপহার দেওয়া যায়, যা তাঁকে ইমোশনাল করে দেবে।

পুরনো দিনের সেই চিরাচরিত উপহার গোলাপ ফুল দেওয়া যেতে পারে।

লং-ডিসট্যান্স সম্পর্কে থাকলে গোলাপের তোড়া সারপ্রাইজ হিসেবে পাঠানো যায়।

ভালোবাসার দিনে আরও এক বার প্রোপোজ করা যেতে পারে মনের মানুষটাকে।

মনের কথা জানিয়ে সুন্দর একটা চিঠি লিখে উপহার দিলে অবশ্যই খুশি হবেন সঙ্গী।

পছন্দের রেস্তোরাঁ বা কাফেতে সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক ডিনারে যাওয়া যায়।

এমনকী বাড়িতে স্পেশাল ভাবে ক্যান্ডেললাইট ডিনারেরও ব্যবস্থা করা যেতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন