কারা এলেন সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে

শাশুড়ি নিতু কপুর সঙ্গে এসেছিলেন আলিয়া। আসেননি রণবীর কপুর।

স্ত্রী শ্লোকার সঙ্গে রিসেপশনের এসেছিলেন আকাশ অম্বানিও।

গোলাপি রঙের শাড়িতে ঝলমল করছিলেন করিনা, তাঁর পাশে দেখা গেল করণ জোহারকে।

শাহিদ-পত্নী মীরা রাজপুত ও এসেছিলেন রিসেপশনে।

থার্ড স্টুডেন্ট অফ দ্য ইয়ার- বরুণ ধাওয়ান এসেছিলেন স্ত্রী নতাশা দালালের সঙ্গে।

 কীর্তি শ্যাননকেও দেখা গেল এই পার্টিতে

এসেছিলেন ভূমি পেডনেকর 

রিসেপশন অ্যাডেন্ট করছেন অজয়-কাজল

তবে ঐশ্বর্যকে ছাড়াই বিয়ের বাড়িতে দেখা গেল অভিষেক বচ্চনকে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন