TRENDING:

Subhas Chakraborty Death: 'লাল পাহাড়ির' দেশ ছেড়ে অন্য সুরলোকে সুভাষ চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

Subhas Chakraborty Death: সুভাষ চক্রবর্তীর প্রয়াণে সঙ্গীতমহলে শোকের ছায়া। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: থেমে গেল সুর। পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিলেন 'লাল পাহাড়ির দেশে'-র গায়ক সুভাষ চক্রবর্তী। শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান শিল্পী। জানা যায়, সম্প্রতি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। মৃত্যুকালে তাঁর বয়স ৭১ বছর।
সুভাষ চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সুভাষ চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

সুভাষ চক্রবর্তীর প্রয়াণে সঙ্গীতমহলে শোকের ছায়া। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন, 'বিশিষ্ট লোকসংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সুভাষ চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর।'

আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ

advertisement

আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার

মুখ্যমন্ত্রী লেখেন, 'বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা সুভাষবাবু ঐতিহ্যময় লোকসংগীতকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাঁর সৃষ্ট কিছু অবিস্মরণীয় লোকগান আজও মানুষের মুখে মুখে ফেরে।  তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

শুরু থেকেই টুসু, ভাদুর মতো লোকগানকে নিজের কণ্ঠের জাদুতে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন সুভাষ। আজও তাঁর গান অনুরাগীদের মুখে মুখে ফেরে। সুভাষের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতপ্রেমীরাও।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhas Chakraborty Death: 'লাল পাহাড়ির' দেশ ছেড়ে অন্য সুরলোকে সুভাষ চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল