আর সেই সূত্রে, এই গ্রামের মানুষের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠে শুটিং ইউনিটের। গ্রামের প্রত্যেকেই মৃণাল সেনকে খুব কাছ থেকে দেখেন তখন। গ্রামের মানুষের সঙ্গে এক অদ্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। ১৯৮৩ সালে মুক্তি পায় তার ছবি ‘খন্ডহর’। প্রায় চল্লিশ বছর পরে উত্তরপাড়া জীবনস্মৃতি আর্কাইভ ও রায়পুর যুব সংঘের যৌথ উদ্যোগে মিলান সেন পরিচালিত ২৬ টি সিনেমার প্রদর্শনী হয়।
advertisement
আরও পড়ুন: জেলার উন্মুক্ত সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা! দেখে নিন
দুষ্প্রাপ্য প্রচারপ্রাপ্ত চলচ্চিত্র পুস্তিকা ও বিজ্ঞাপনের প্রতিলিপি প্রদর্শনীটির পরিকল্পনা ও রূপায়ণ করেন অরিন্দম সাহা সর্দার। অনুষ্ঠানে দেখান হয় ‘খন্ডহর’ সিনেমার বেশ কিছু অংশ। এর পাশাপাশি মৃণাল সেনের সিনেমার বিভিন্ন মুহূর্ত নিয়ে চিত্রশিল্পী হিরণ মিত্রের স্কেচও প্রদর্শিত হয় এখানে।
আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে থমকে গাড়ি! মাথায় হাত ব্যবসায়ীদের
শনিবার এই প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রায়পুর ও রজতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা পড়ুয়া-সহ এলাকার বহু সাধারণ মানুষ। সেই সঙ্গে প্রকাশিত হয় সুকেশ মন্ডলের রায়পুর সুপুর এলাকার দশটি গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে রচিত বই ‘ইতিহাস দর্পণে রায়পুর সুপুর অঞ্চল’।
সৌভিক রায়