Bangladesh Election 2024: বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে থমকে গাড়ি! মাথায় হাত ব্যবসায়ীদের
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bangladesh General Election 2024: বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে ঘোজাডাঙ্গা সীমান্তে থমকে পণ্যবাহী গাড়ি। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের ঘিরে আঁটোসাটো নিরাপত্তায় ঘোজাডাঙ্গা সীমান্ত।
বসিরহাট: বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে ঘোজাডাঙ্গা সীমান্তে থমকে পণ্যবাহী গাড়ি। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের ঘিরে আঁটোসাটো নিরাপত্তায় ঘোজাডাঙ্গা সীমান্ত। উত্তর ২৪পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তর এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর যেখান থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পন্যবাহী ট্রাকে মাল রফতানি হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত। প্রতিদিন পেঁয়াজ, লঙ্কা-সহ একাধিক মশলা বিভিন্ন সামগ্রী নিয়ে কয়েক হাজার ট্রাক ভারত থেকে বাংলাদেশে আবার বাংলাদেশ থেকে বেশ কিছু লরি ভারতেও প্রবেশ করে। দেদার চলে ব্যবসা-বাণিজ্য আমদানি রফতানি।
advertisement
advertisement
এমন চিত্র দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে ভারতের রফতানি সংস্থার পক্ষ থেকে বন্ধ করা হয়েছে সীমান্ত বাণিজ্য। যার ফলে স্বাভাবিক ভাবে চিন্তার মধ্যে পড়েছেন দুই দেশের ব্যবসায়ীরা।
একদিকে যেমন ভারতের থেকে যে সমস্ত কাঁচামাল অর্থাৎ পেঁয়াজ ও একাধিক সবজি-সহ যেগুলি বাংলাদেশে যায় সেগুলি পচনের আশঙ্কা রয়েছে, অন্যদিকে যে সমস্ত শ্রমিকরা সীমান্তে কাজ করেন তারাও সমস্যার মধ্যে পড়তে পারেন। বাংলাদেশ জুড়ে এমনিতেই নির্বাচনকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। সে দেশের প্রশাসন যথেষ্টই সক্রিয়ভাবে নির্বাচনকে সুস্থ ভাবে সম্পন্ন করতে চাইছে তাই ভারতের আমদানি রফতানি সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 5:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangladesh Election 2024: বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে থমকে গাড়ি! মাথায় হাত ব্যবসায়ীদের