South 24 Parganas News: কাদাতে এ কোন প্রাণীর পায়ের ছাপ! আতঙ্কে এলাকাবাসি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: ফের বাঘের পায়ের ছাপ। লোকালয়ের কাছে মিলল বাঘের পায়ের ছাপ। স্থানীয়রাই প্রথমে এই ছাপ দেখতে পান। মৈপিঠ কোস্টাল থানার পেটকুলচাঁদ এলাকায় এই ছাপ দেখা যায়। আর তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান এলাকাবাসি।
কুলতলি: ফের বাঘের পায়ের ছাপ। লোকালয়ের কাছে মিলল বাঘের পায়ের ছাপ। স্থানীয়রাই প্রথমে এই ছাপ দেখতে পান। মৈপিঠ কোস্টাল থানার পেটকুলচাঁদ এলাকায় এই ছাপ দেখা যায়। আর তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান এলাকাবাসি। মৈপিঠ কোস্টাল থানার পেটকুলচাঁদ এলাকায় গ্রামের কাছে ম্যানগ্রোভের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মানুষরা।
বাঘের পায়ের ছাপ দেখে আর অপেক্ষা করেনি তাঁরা। ওই মুহূর্তেই খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে। সেখানে পুলিশ আসে। তারপর মাইকিং-এর মাধ্যমে প্রচার করে এলাকার লোকজনকে সতর্ক করে দেওয়া হয়।
advertisement
বন দফতরের পক্ষ থেকে জাল দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি, এই নিয়ে গত এক মাসে তিন বার বাঘের পায়ের ছাপ। বার বার বাঘের পায়ের ছাপের দেখা মিলছে মৈপিঠের বিভিন্ন এলাকায়।
advertisement
বারংবার বাঘের আনাগোনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। দক্ষিণ ২৪ পরগনা বন দফতরের বিভাগীয় বনাধিকারিক মিলনকান্তি মণ্ডল বলেন, “ বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে ঠিকই। তবে বাঘ রিজার্ভ ফরেস্টের মধ্যেই আছে। বনকর্মীরা এলাকায় আছেন। আপাতত আতঙ্কের কোনও কারণ নেই।”
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 12:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কাদাতে এ কোন প্রাণীর পায়ের ছাপ! আতঙ্কে এলাকাবাসি