Bangladesh Election 2024: জেলার উন্মুক্ত সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা! দেখে নিন

Last Updated:

Bangladesh Election 2024: বাংলাদেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকাগুলির নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীকে।

সীমান্তে সতর্কতা
সীমান্তে সতর্কতা
দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকাগুলির নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীকে।
দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে। জেলায় মোট ২৫২ কিলোমিটার বাংলাদেশ সীমান্তের মধ্যে এখনও প্রায় ৩০ কিলোমিটারেরও বেশি সীমানা উন্মুক্ত রয়েছে। এর ফলে বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই।
advertisement
advertisement
পাশাপাশি বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সংলগ্ন সমস্ত সীমান্ত।
দুই দেশের মধ্যে স্থলপথে আন্তর্জাতিকস্তরে বাণিজ্য হবে না বলে জানানো হয়েছে। ভোট চলাকালীন টহলদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে বিএফএফের পক্ষ থেকে। বাংলাদেশের নির্বাচন চলাকালীন সেখানে অপরাধ করে কোন ব্যক্তি সীমান্ত পেরিয়ে এই দেশে প্রবেশ করতে না পারে সেজন্যে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে জানা  গিয়েছে, সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও টহলদারী বাড়ানো হয়েছে।”
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Bangladesh Election 2024: জেলার উন্মুক্ত সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা! দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement