উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাজদা আহমেদ ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করে বিশাল ব্যবধানের জয়লাভ করেন। ২ লক্ষ ১ হাজার ২২২ ভোটের ব্যবধানে জয়ী হন। তৃণমূল কংগ্রেসের হয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদ।
advertisement
একদিকে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। সব মিলিয়ে এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে মোট ১২ জন প্রার্থী এই নির্বাচনে লড়াই করছেন। নির্বাচনের প্রচারে সমস্ত রাজনৈতিক দলেই দেখা গিয়েছে জোরদার প্রচার কর্মসূচি। তবে শেষ হাসি কে হাসছে, তা সময় বলবে।
২০২৪ লোকসভা নির্বাচন ২৬ নং উলুবেড়িয়া লোকসভা বিধানসভা কেন্দ্র – শ্যামপুর, বাগনান, উদয়নারায়নপুর, আমতা, উলুবেড়িয়া উত্তর, উলুবেরড়িয়া দক্ষিণ এবং উলুবেড়িয়া পূর্ব (৭টি বিধানসভা কেন্দ্র)। নির্বাচনী প্রার্থী- ১২ জন, পুরুষ ভোটার- ৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ জন। মহিলা ভোটার- ৮ লক্ষ ৫৬ হাজার ১২ জন। তৃতীয় লিঙ্গ ভোটার- ৫৭ জন। মোট ভোটার- ১৭ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র- ১৮৬৩ টি।ক্রিটিক্যাল ভোট গ্রহণ কেন্দ্র- ৬৯৪টি। কেন্দ্রীয় বাহিনী- ১১০ কোম্পানি।রাজ্য পুলিশ- ৪২২৭ জন।
রাকেশ মাইতি