প্রাথী ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা, কে তিনি? বিহারে বড় চমক বিজেপি-র! দ্বিতীয় তালিকা প্রকাশ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিজেপির চমক সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল খ্যাত এই শিল্পীকে এবার রাজনীতির আঙিনায় বিধানসভার প্রার্থী করল পদ্ম শিবির। আলিনগর কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন তিনি।
পাটনা: বিহার নির্বাচন যত এগিয়ে আসছে তত যেন একের পর এক চমক সামনে আসছে। আজকেই নীতিশ কুমার নিজের দল জেডিইউ বা সংযুক্ত জনতা দলের মোট ৫৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এরপরেই বিজেপির পক্ষ থেকে মোট ১২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। সেখানেই বিজেপির চমক সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল খ্যাত এই শিল্পীকে এবার রাজনীতির আঙিনায় বিধানসভার প্রার্থী করল পদ্ম শিবির। আলিনগর কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন তিনি। অন্যদিকে, প্রাক্তন আইপিএস কর্তা আনন্দ মিশ্রকেও টিকিট দিয়েছে পদ্ম শিবির। তিনি বিহারের বক্সার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার মোট ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
BJP releases second list of 12 candidates for #BiharElections2025
Singer Maithili Thakur fielded from the Alinagar seat. Former IPS officer Anand Mishra from the Buxar seat pic.twitter.com/XuJCtEGjpA
— ANI (@ANI) October 15, 2025
advertisement
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলে শাসকজোট এনডিএ। সমান সমান সংখ্যক আসনে লড়াই করবে বলে ঠিক হয়, বিজেপি এবং নীতীশ কুমারের দল মধ্যে। দুই দলই ১০১টি বিধানসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছিল। ২৯টি আসনে লড়াই করার কথা অধুনা প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দল এলজেপি(আর)। জিতনরাম মাঁঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) লড়াই করবে ছ’টি করে আসনে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 7:25 PM IST