Bihar Assembly Election 2025: জোটের রফাকে থোড়াই কেয়ার! চিরাগ পাসোয়ানের পছন্দের ৫ আসনে প্রার্থী নীতীশের...জোট জট কাটাতেই পারছে না NDA
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অন্যদিকে, রফায় খুশি নন বিহারের এনডি শরিক RLM ও HAM৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা HAM প্রধান জিতন রাম মাজি প্রকাশ্যেই আসন মঝোতা নিয়ে তাঁর অসন্তুষ্টির কথা জানিয়েছেন৷ বলেছেন, বুদ্ধগয়া এবং মাখদুমপুরে প্রার্থী দেবে তাঁর দল৷ এদিকে ওই দুই আসনই দেওয়া হয়েছে চিরাগের দলকে৷
পটনা: বিহার বিধানসভা নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি৷ এখনও পর্যন্ত শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা ঠিক করে উঠতে পারল না এনডিএ৷ একের পর এক বৈঠক, দীর্ঘ কথাবার্তার পরে অবশেষে একটা রফায় এসেছিল বিহারের এনডিএ জোট শরিকদলগুলি৷ ঘোষণা করা হয়েছিল এই বিধানসভা নির্বাচনে বিজেপি এবং নীতীশ কুমারের দল জেডি(ইউ) দু’জনেই সমান সমান ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ অন্যদিকে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টিকে (রামবিলাস) দেওয়া হয়েছে ২৯টি আসন৷ উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা এবং হিন্দুস্তান আওয়াম মোর্চা (এইচএএম) দুই দলকে দেওয়া হয়েছে ৬টি করে আসন৷
advertisement
বুধবার জেডি(ইউ)-র ৫৭ জনের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ নীতীশ কুমার৷ আর সেখানেই প্রকাশ্যে এসেছে জোটের জট৷ বিহারের মুখ্যমন্ত্রী প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, তাতে এমন একাধিক কেন্দ্র থেকে জেডি(ইউ)-র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যা আদতে প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের পছন্দ ছিল৷
advertisement
advertisement
সোনবরসা থেকে জেডি(ইউ) প্রার্থী করেছে রত্নেশ সাদাকে, মোরওয়া থেকে বিদ্যাসাগর নিশাদ, একমা থেকে ধুমুল সিং, রাজগীর থেকে কৌশল কিশোর, মাটিহানি থেকে রাজকুমার সিং এবং গাইঘাট থেকে কোমল সিংকে প্রার্থী করেছেন নীতীশ৷ কিন্তু, সমস্যা হচ্ছে, এই পাঁচটি আসনেই নজর ছিল LJP-র৷
advertisement
২০২০ বিহার বিধানসভা নির্বাচনে ১৩০টি আসনে একা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এলজেপি (রামবিলাস)৷ কিন্তু, জেতে মাত্র ১টি আসন৷ তবে চব্বিশের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় চিরাগ৷ ৫টি আসনে দাঁড়িয়ে ৫টিতেই যেতে তাঁর দল৷ তাই ২০২৫ এ বিহার বিধানসভা নির্বাচনের আগে সেই রেজাল্টকেই সামনে এনডিএ জোটের আসন রফায় দর কষাকষি করেছিলেন চিরাগ৷ তুমুল প্রচ্ছন্ন হুমকি, দড়ি টানাটানির পরে অবশেষে চিরাগের কপালে জোটে ২৯টি আসন৷ জানা গিয়েছে, পছন্দের যে ৫টি আসন পাওয়ার জন্য দর কষছিলেন চিরাগ, তা কিছুতেই ছাড়তে চাননি নীতীশ৷ এই ৫ আসনই যাওয়ার কথা ছিল চিরাগের ঝুলিতে৷
advertisement
অন্যদিকে, রফায় খুশি নন বিহারের এনডি শরিক RLM ও HAM৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা HAM প্রধান জিতন রাম মাজি প্রকাশ্যেই আসন মঝোতা নিয়ে তাঁর অসন্তুষ্টির কথা জানিয়েছেন৷ বলেছেন, বুদ্ধগয়া এবং মাখদুমপুরে প্রার্থী দেবে তাঁর দল৷ এদিকে ওই দুই আসনই দেওয়া হয়েছে চিরাগের দলকে৷
advertisement
অন্যদিকে, মহাজোটবন্ধন তাদের নির্বাচনী চুক্তি এখনও ঘোষণা করেনি, এবং জট কাটাতে আলোচনা চলছে৷
Location :
Bihar
First Published :
October 15, 2025 4:37 PM IST